![]() গুলশানের হলি আর্টিজান হামলার মামলায় দুই ম্যাজিস্ট্রেটের সাক্ষ্যগ্রহণ
|
![]() গুলশানের হলি আর্টিজান হামলার মামলায় দুই ম্যাজিস্ট্রেটের সাক্ষ্যগ্রহণ সাক্ষীরা আদালতে বলেন, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থাকার সময় আসামিরা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজেদের দোষ স্বীকার করে যে জবানবন্দি দিয়েছিলেন, তা লিপিবদ্ধ করা হয়। আজ বুধবার (১১ সেপ্টেম্বর ২০১৯) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মুজিবুর রহমান তৎকালীন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ জামান ও মাজাহারুল ইসলামের সাক্ষ্য গ্রহণ করেন। এ মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২ অক্টোবর (বুধবার) দিন ধার্য করেন আদালত। |