![]() আগামী শুক্রবারের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে : বাণিজ্যমন্ত্রী
|
![]() আগামী শুক্রবারের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে : বাণিজ্যমন্ত্রী আজ বুধবার (০২ অক্টোবর ২০১৯) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন,পেঁয়াজের দাম শত ছাড়িয়ে বর্তমানে ১২০ টাকায় বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। অন্যদিকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় দেশের সিণ্ডিকেটরা পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। তবে দাম নিয়ন্ত্রণে আনতে তাই সুযোগ সন্ধানি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং দুই দিনের মধ্যে দাম কমিয়ে আনা হবে । পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে সরকার কাজ করছে বলে জানিয়ে টিপু মুনশি বলেন, মিয়ানমার থেকে ৪৮৩ মেট্রিক টন পেঁয়াজ দেশে এসেছে। আরও ৪ থেকে ৫০০ টন আজ আসবে। আগামীকাল বা শুক্রবারের মধ্যে দাম ৬০ থেকে ৭০ টাকায় চলে আসবে বলে আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, পেঁয়াজের দাম নির্ধারণ করতে শিগগির সবার সঙ্গে বসা হবে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাক সেলে পেঁয়াজের পরিমাণ বাড়ানো হবে বলেও জানান তিনি। |