![]() মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন শিরিন আক্তার শিলা
|
![]() মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন শিরিন আক্তার শিলা ![]() মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন শিরিন আক্তার শিলা ![]() মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন শিরিন আক্তার শিলা এ আয়োজনের জন্যই বুধবার দুপুরে ঢাকায় আসেন সুস্মিতা সেন। বসেন অতিথি বিচারকের আসনে। ![]() মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন শিরিন আক্তার শিলা প্রথম ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হওয়ার অনুভূতি জানিয়ে শিরিন আক্তার শিলা বলেন, ‘আজ থেকে আমিই বাংলাদেশ। আমার বাবা একজন সৈনিক (বিজিবি)। বাবার মতো আমিও দেশের জন্য কাজ করতে চাই। এদিকে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক জানান, দক্ষিণ কোরিয়ায় আগামী ১৯ ডিসেম্বর বসবে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৮তম আসর। শিলা সেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মূল বিচারক হিসেবে ছিলেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান, রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, হেরিটেজ ক্র্যাফটসের তুতলি রহমান, রুবাবা দৌলা ও ফারজানা চৌধুরী, সাবেক ক্রিকেটার আতাহার আলী খান প্রমুখ। |