![]() শিল্পী সমিতির নবনির্বাচিতদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
বিনোদন ডেস্ক :
|
![]() শিল্পী সমিতির নবনির্বাচিতদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা গতকাল শনিবার (২ অক্টোবর ২০১৯) ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সাংসদ ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল, সাধারণ সম্পাদক জায়েদ খান, অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, জাকির হোসেন, ফরহাদ, জয় চৌধুরী, আসিফ ইকবাল, জেসমিনসহ অন্য শিল্পীরা। গত ২৫ অক্টোবরে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিকী নির্বাচনে টানা দ্বিতীয় বারের মতো জয় লাভ করেছে মিশা-জায়েদের পরিষদ। এরপর ৩০ অক্টোবর দুপুর ১২ টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে শপথ গ্রহণ করলেন এবারের শিল্পী সমিতির নির্বাচনে জয়ী মিশা-জায়েদসহ তাদের পুরো প্যানেল। সেই দিনেই শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। ওইদিন সভাপতি মিশা সওদাগর বলেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়ে তোলা। আমরা তাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের শিল্পী সমিতির আনুষ্ঠানিক কর্যক্রম শুরু করব। সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান সময় সংবাদকে বলেন, ‘আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান আমাদের চলচ্চিত্র বানানোর জন্য এফডিসি নির্মাণ করে দিয়ে গেছেন। তার অবদানে আমাদের বাংলা চলচ্চিত্র উত্থানের শুরু হয়। তাছাড়া এই স্বাধীন বাংলার রুপকার তিনি। সকল বাঙালিদের উচিৎ তাকে সবসময় শ্রদ্ধা ভরে স্মরণ করা। আজ আমরা নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করলাম। |