![]() সেবার মানসিকতা সারা দেশে শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :
|
![]() সেবার মানসিকতা সারা দেশে শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রী আজ শনিবার (১৬ নভেম্বর ২০১৯) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। পেঁয়াজ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন,পেঁয়াজের দাম কেনো অস্বাভাবিকভাবে বাড়ছে সেটা খুঁজে বের করতে হবে ।আর যারা পেঁয়াজ মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে তাদের মনে রাখতে হবে পেঁয়াজও পচে যায়।পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণ সরকার খতিয়ে দেখছে বলেও জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, প্রায় সব দেশেই পেঁয়াজের দাম বেড়েছে এটা ঠিক। আমাদের দেশে কেনো এত অস্বাভাবিকভাবে দাম বেড়েছে জানি না। কাজেই আমি ব্যবস্থা নিয়েছি বিমানের কার্গোতে আমরা পেঁয়াজ নিয়ে আসছি। পেঁয়াজের দাম বৃদ্ধির পেছনে কোনো চক্রান্ত জড়িত কিনা তাও দেখছি। তিনি বলেন, আবহাওয়ার কারণে অনেক সময় বিভিন্ন পণ্যের উৎপাদন কমে বা বাড়ে। যারা মজুদ করে দাম বাড়াতে চায় তাদের মনে রাখতে হবে পেঁয়াজ পচেও যায়। সম্মেলনে আরো উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ। |