![]()
রোহিঙ্গা প্রত্যাবাসন ব্যর্থতার জন্য দায়ি বাংলাদেশ : মিয়ানমার
নিজস্ব প্রতিবেদক:
|
![]() রোহিঙ্গা প্রত্যাবাসন ব্যর্থতার জন্য দায়ি বাংলাদেশ : মিয়ানমার তবে ফেরত যাওয়ারা নিজের গ্রামে ফিরতে পারেন নি এবং তারা থাকছেন তাদের আত্মীয়দের সাথে। একই সাথে মিয়ানমার সরকার অভিযোগ করেছে, বাংলাদেশের কারণেই রোহিঙ্গা প্রত্যাবাসন স্থগিত হয়ে আছে। উ জ বলেন, বাংলাদেশ সহযোগিতা না করলে এই সংকট চলমান থাকবে। সরকারের এই মুখপাত্র বলেন, ১৯৯৩ সালেও এরকম সংকট হয়েছিলো। কিন্তু সেসময় সহেযাগিতার কারণে সমস্যা সমাধান হয়। তিনি বলেন, আন্তর্জাতিক ভাবে বাংলাদেশ মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানাচ্ছে। এরকম ব্যবহার গ্রহণযোগ্য হতে পারে না। দাবি করেন বাংলাদেশ সঠিকভাবে কাজ করছে না। সংবাদ সম্মেলনে মিয়ানমার সরকারের এই মুখপাত্র দাবি করেন, বাংলাদেশ মিয়ানমারকে বলে এককথা আর গণমাধ্যমকে বলে আরেক কথা। |