![]() স্বাস্থ্য খাতে ২০ থেকে ৩০ হাজার জনবল নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :
|
![]() স্বাস্থ্য খাতে ২০ থেকে ৩০ হাজার জনবল নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী রোববার (১ ডিসেম্বর ২০১৯) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শহীদ ডা. মিলন হলে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, আগামী ৮ ডিসেম্বর সাড়ে চার হাজার চিকিৎসক যোগদান করবেন। আর আগামী বছর আরও সাড়ে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সম্প্রতি ১৩০০ চিকিৎসককে পদোন্নতি দেয়া হয়েছে। এছাড়া গত মাসে প্রায় ৫শ’ চিকিৎসককে পদোন্নতি দেয়া হয়েছে। উপজেলা পর্যায়ে চিকিৎসকদের জন্য সাড়ে চারশ’ গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। উপজেলাতে চিকিৎসকদের থাকার সুব্যবস্থাসহ তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করার কার্যকরী উদ্যোগ নেয়া হয়েছে। |