![]() আজ চাষী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী
নিজস্ব প্রতিবেদক :
|
![]() আজ চাষী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী এই গুণি নির্মাতার জন্ম হয় ১৯৪১ সালের ২৩ অক্টোবর বিক্রমপুরের শ্রীনগর থানার সমষপুর গ্রামে। তিনি ১৯৬১ সালে সৈয়দ মোহাম্মদ আওয়ালের হাত ধরে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন। স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ নির্মাণের মাধ্যমে তিনি ১৯৭২ সালে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন। চাষী নজরুল ইসলাম চারবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি অনেক সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনে নেতৃত্ব দিয়েছেন। |