![]() আগামী ৩০ জুলাই পবিত্র হজ
নিজস্ব প্রতিবেদক :
|
![]() আগামী ৩০ জুলাই পবিত্র হজ আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের উত্তরে ধর্ম বিষয়ক মন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ এসব তথ্য জানান। এ সময় অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ধর্মমন্ত্রী বলেন, হজ পালনের লক্ষ্যে ২০১৯ সালের ৪ ডিসেম্বর সৌদি সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার। চুক্তি মোতাবেক ২০২০ সালে এক লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর সংখ্যা নির্ধারিত হয়েছে। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন। |