![]() কুড়িগ্রামে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর লাশ উদ্ধার
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা:
|
![]() কুড়িগ্রামে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর লাশ উদ্ধার মৃত স্কুল শিক্ষার্থীর নাম সিদ্ধার্থ চন্দ্র ভট্টাচার্য (১২) । সে পূর্ব ফুলমতি গ্রামের কেষ্ট চন্দ্র ভট্টাচার্যের ছেলে ও বালাহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। এলাকাবাসী ও মৃত পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মায়ের সাথে অভিমান করে (২৪ জানুয়ারি ২০২০) শুক্রবার সন্ধ্যায় নিজ শোবার ঘরে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে ফাঁস দেয় সিদ্ধার্থ। পরিবারের লোকজন অনেক ডাকাডাকির পর কোনও সাড়া না পেয়ে ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলে গলায় শাড়ি প্যাঁচানো অবস্থায় সিদ্ধার্থকে উদ্ধার করে নিকটবর্তী বালারহাট বাজারের পল্লী চিকিৎসক মহব্বত হোসেনের কাছে নিয়ে গেলে ওই চিকিৎসক সিদ্ধার্থকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় রাতেই একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। |