![]() ইরাকে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা
আন্তর্জাতিক ডেস্ক :
|
![]() ইরাকে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা মার্কিন সেনাবাহিনীর সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, রবিবার সকালে বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে অবস্থিত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সেনা ক্যাম্পে আচমকা রকেট হামলা হয়েছে। এর ফলে একাধিক বিস্ফোরণও হয়। ওয়াশিংটনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কেউ হতাহত হয়নি। এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে ইরানের মদদপুষ্ট বিদ্রোহীদের দিকে অভিযোগের আঙুল তুলছে যুক্তরাষ্ট্র। সূত্র : দ্য গার্ডিয়ান |