![]() জামিন পেলে চিকিৎসার জন্য লন্ডনে যেতে চান খালেদা
নিজস্ব প্রতিবেদক :
|
![]() জামিন পেলে চিকিৎসার জন্য লন্ডনে যেতে চান খালেদা আগামীকাল সোমবার হাইকোর্টে এই জামিন আবেদন দাখিল করা হবে বলে খালেদা জিয়ার আইনজীবীদের একটি সূত্র জানিয়েছে। জামিন পেলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যেতে চান বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে ১৪ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সিনিয়র আইনজীবীদের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করেন। সেখানে খালেদা জিয়ার জামিনে মুক্তির বিষয়ে আলোচনা হয়। |