![]() পাকিস্তানের ক্রিকেটে নতুন কেলেঙ্কারি!
খেলাধুলা ডেস্ক :
|
![]() পাকিস্তানের ক্রিকেটে নতুন কেলেঙ্কারি! এবারের পিএসএলের প্রথম দিনে এই ঘটনা ঘটেছে। একটি সূত্র বলেছে, জেসন রয় গিয়ে ওয়াহাবকে জিজ্ঞেস করে, তুমি কি রিভার্স সুইং পাওয়ার জন্য বলটা তৈরি করে নিচ্ছ? যা শুনে প্রচণ্ড চটে যান পাকিস্তানি পেসার। সরফরাজকে গিয়ে ওদের শান্ত করতে হয়। জানা গেছে, রিপোর্টে কারও নাম উল্লেখ না করে বল বিকৃতির কথা লিখেছে কোয়েটা। ওয়াহাব রিয়াজের ওপর বল বিকৃতির অভিযোগ এটাই প্রথম নয়। কিছুদিন আগে করাচি কিংসের অধিনায়ক ইমাদ ওয়াসিমও ওয়াহাবের বিরুদ্ধে পিএসএলে বল বিকৃতির অভিযোগ তুলেছিলেন। তার মতে, পিএসএলে বল বিকৃত করতে পারদর্শী তিনজন ক্রিকেটারের মধ্যে একজন এই ওয়াহাব। বাকি দুজন সোহেল খান ও রবি বোপারা। |