![]()
করোনা মোকাবিলায় বেতন ভাতার ৫০ শতাংশ দান করলেন ক্রিকেটাররা
খেলাধুলা ডেস্ক:
|
![]() করোনা মোকাবিলায় বেতন ভাতার ৫০ শতাংশ দান করলেন ক্রিকেটাররা নিজেদের এ উদ্যোগের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ক্রিকেটাররা। সেখানে একটা তালিকাও দেয়া হয়। বিভিন্ন সময় জাতীয় দলে খেলা ২৭ জন তাদের বেতন ভাতার অর্ধেক তহবিলে জমা দিয়েছেন। এর মধ্যে আছেন, মাশরাফী, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহসহ সব তারকা ক্রিকেটার। ফেসবুক অ্যাকাউন্টে মুশফিকুর রহিম লিখেছেন, করোনার বিরুদ্ধে জিততে তাদের এ উদ্যোগ মোটেও যথেষ্ট নয়। তারপরও সমাজের সব শ্রেণি-পেশার মানুষ যদি তাদের সামর্থ্য অনুযায়ি এগিয়ে আসে তাহলে এ লড়াইয়ে যেতা সম্ভব। ২৭ জন ক্রিকেটারের পাশাপাশি অন্যদেরও এগিয়ে আসার অনুরোধ করেন মুশফিক। প্রসঙ্গত, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে স্থবির পুরো বিশ্ব। ইতালি, স্পেন, জার্মানি, ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রাণহানি অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ২৩৭৮ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৯২ জনে। আর আক্রান্ত হয়েছে চার লাখ ২২ হাজার ৬১৪ জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৯ হাজারের বেশি। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫।তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি।এছাড়া করোনা সতর্কতায় দেশে আইসোলেশনে রয়েছেন ৪৭ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৪৭ জন। |