![]() স্কুলছাত্রীকে নিপীড়নের পর গা ঢাকা দিলেন শিক্ষক
নিজস্ব প্রতিবেদক:
|
![]() স্কুলছাত্রীকে নিপীড়নের পর গা ঢাকা দিলেন শিক্ষক এ ঘটনায় রোববার রাতে ওই ছাত্রীর মা নলছিটি থানায় একটি মামলা করেছেন। অভিযুক্ত মো. রিপন হোসেন হাওলাদার উপজেলার অভয়নীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং শহরের পুরানবাজার এলাকার মো. তাহের হাওলাদারের ছেলে। শহরের পুরানবাজার এলাকায় গত ২১ অক্টোবর সকালে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা গেছে, শিক্ষক রিপন হাওলাদার সাত মাস ধরে ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। ওই ছাত্রী শহরের একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে। গত ২১ অক্টোবর সকাল ১০টায় রিপন হাওলাদার ওই ছাত্রীকে তার বাসার সামনে একা পেয়ে নিপীড়ন করেন। এ সময় ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এলে রিপন সটকে পড়েন। এ ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন। এ বিষয়ে জানতে ওই শিক্ষকের মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। নলছিটি থানার ওসি মো. আ. হালিম তালুকদার জানান, ওই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক রিপন হাওলাদারের বিরুদ্ধে রোববার রাতে ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। |