![]() ঝালকাঠিতে গাছ থেকে পড়ে আ’লীগ নেতার মৃত্যু
নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা:
|
![]() ঝালকাঠিতে গাছ থেকে পড়ে আ’লীগ নেতার মৃত্যু শুক্রবার বিকালে উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মো. শাহআলম খলিফা নাচনমহল ইউনিয়ন কমিটির আওয়ামী লীগ নেতা এবং ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কৃষক লীগের সাবেক সভাপতি ছিলেন। নিহতের ভাই মো. নান্নু খলিফা জানান, বিকাল ৫টার দিকে শাহআলম খলিফা তার নিজ বাড়ির গাছ থেকে সুপারি পাড়তে ওঠেন। এসময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে পড়ে যান। এতে মাথায় ও বুকে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তার মৃত্যুতে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। শনিবার সকালে নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।নাচনমহল ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন। |