![]() ফুলবাড়ীতে পশুর খুরা রোগের সংক্রমণ
দুশ্চিন্তায় প্রান্তিক কৃষক
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা :
|
![]() ফুলবাড়ীতে পশুর খুরা রোগের সংক্রমণ ![]() ফুলবাড়ীতে পশুর খুরা রোগের সংক্রমণ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ধনিরাম গ্রামের কৃষক ওবাইদুল হক বলেন, তার ছয়টি গরুর মধ্যে তিনটি গরু খুরা আক্রান্ত। একটি বাছুর গরু মারা গেছে। তার মতে এলাটিতে প্রায় হাজার খানেক গবাদিপশু খুরা রোগে আক্রান্ত। চন্দ্রখানা গ্রামের বাদল জানান, তার দুটি গরু এবং তার ভাতিজা রশিদুলের চারটি গরু ও দুটি ছাগল খুরা রোগে আক্রান্ত হয়েছে। চিকিৎসার জন্য প্রানীসম্পদ কর্মকর্তাকে বহুবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি বলে অভিযোগ তার। বিনা চিকিৎসায় একটি ছাগল মারা গেছে। ছাগল মারা যাওয়ায় কান্নাকাটি করতে দেখা গেছে রশিদুলের স্ত্রীকে। একই গ্রামের রমানন্দ রায়ের দুটি হালের বলদ ও একটি বাছুর খুরা রোগে আক্রান্ত। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কৃষ্ণ মোহন হালদার জানান, গবাদিপশুর টিকাদান, চিকিৎসা প্রদান ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুটি কমিটি করা হয়েছে। তারা মাঠ পর্যায়ে কাজ করবে। খুরা রোগের যেহেতু চিকিৎসা নেই তাই প্রতিরোধের জন্য টিকা দিতে হবে। এ রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। আক্রান্ত পশুকে আলাদা রাখতে হবে। যাতে অন্যান্য পশুর মধ্যে সংক্রমিত না হয়। |