![]() ভাস্কর্যকে ইস্যু করে সংস্কৃতিকে ধ্বংস করার ষড়যন্ত্র
নিজস্ব প্রতিবেদক :
|
![]() ভাস্কর্যকে ইস্যু করে সংস্কৃতিকে ধ্বংস করার ষড়যন্ত্র মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টার সময় জাতীয় প্রেস ক্লাব চত্বর থেকে ‘ভাস্কর্য আর মূর্তি এক নয়’-শিরোনামে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন আওয়ামী ওলামা লীগ। রাজধানী ঢাকাসহ সারা দেশব্যাপী এ কর্মসূচী হাতে নিয়েছে বলে সংগঠন থেকে জানানো হয়। ![]() ভাস্কর্যকে ইস্যু করে সংস্কৃতিকে ধ্বংস করার ষড়যন্ত্র কবীর চৌধুরী তন্ময় আরও বলেন, একটি মহল পরিকল্পিতভাবে মিথ্যাচার করলেও এদেশের মানুষ সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে। স্বাধীন-সার্বভৌমত্ব রক্ষায় এদেশের মানুষ বরাবরই স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করেছে, সব সময়ই করবে। তবে সরকারের উচিত হবে, দেশ ও দেশের সংস্কৃতির উপর আঘাকারী ব্যক্তি ও মহলকে আইনের আওতায় নিয়ে আসা, কঠোর-দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করা এবং জঙ্গি মতাদর্শের ঔদ্ধত্য-সাহসের মূল উৎপাটন করতে উদ্যোগ গ্রহণ করা। একমাত্র রাজাকার ও রাজাকারের বংশধররাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে বিষোদগাড় করবে। দেশবিরোধী জঙ্গি-মৌলবাদগোষ্ঠীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে আওয়ামী ওলামা লীগের নেতাকর্মীরা বলেন, আমরা জনসচেতনতার লক্ষ্যে রাজধানীসহ দেশের প্রতিটি জেলায় আমাদের লিফলেট বিতরণ চলবে। সেসাথে ইসলামের সঠিক প্রচার ও প্রকাশ কর্মসূচী তৃণমূল জনগোষ্ঠীর কাছে তুলে ধরার চেষ্টাও থাকবে। বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি হাফেজ মাওলানা সুলাইমানের সভাপতিত্বে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুফতি আল্লামা খলিলুর রহমান জিহাদী, সাধারণ সম্পাদক শাইখ মাওলানা আলমগীর হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা রবিউল আলম সিদ্দিকী ও হাফেজ মাওলানা আখতার হোসাইন ফারুকী, প্রচার-প্রকাশনা সম্পাদক ক্বারী আবু সিদ্দিক রতন, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মাওলানা জাকির হোসাইনসহ অন্যান্য নেতাকর্মী লিফলেট বিতরণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। |