![]() ট্রাকের পাশে পড়ে ছিল সাবেক পুলিশ সদস্যের লাশ
নাটোর সংবাদদাতা:
|
![]() ট্রাকের পাশে পড়ে ছিল সাবেক পুলিশ সদস্যের লাশ এনায়েতের বাড়ি বাঘেরহাট জেলায়। তিনি দীর্ঘদিন মেহেরপুর জেলায় কর্মরত ছিলেন। ২০১৪ সালে স্বেচ্ছায় অবসর নেন।গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি মিনি ট্রাক চালিয়ে ঢাকা থেকে মেহেরপুর যাচ্ছিলেন সাবেক পুলিশ সদস্য এনায়েত। সোমবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে হাসমারী চলনবিল ফিলিং স্টেশন নামক স্থানে গাড়ি পার্কিং করান। সকালে স্থানীয় লোকজন তাকে ট্রাকের পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নাটোর হাসপাতাল মর্গে পাঠায়। উদ্ধারকৃত গাড়ি থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে স্ট্রোকের কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরেই বলা যাবে বলে জানান ওসি আব্দুর রাজ্জাক। |