![]() সোনাইমুড়ীতে সাংবাদিক আবুল কাশেমের বাসায় দুর্ধর্ষ চুরি
আনোয়ার বারী পিন্টু :
|
![]() সোনাইমুড়ীতে সাংবাদিক আবুল কাশেমের বাসায় দুর্ধর্ষ চুরি জানা গেছে, বুধবার নয়টায় উপজেলার বজরা ইউনিয়নের খোশকামতা গ্রামের মাওলানা কাশেম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। রাত ১০টার পর সাংবাদিক আবুল কাশেম এর স্ত্রী সাবিনা ইয়াসমিন বিউটি (৪৫), ছেলে মিয়া ফাহিম (২২), মিয়া ফাহাদ (১৮) রাতের খাবার খাওয়ার কিছুক্ষণ পরই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। রাত সাড়ে ১১টার পর সাংবাদিক আবুল কাশেম পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফিরে সবাইকে অচেতন অবস্থায় দেখতে পায়। এ সময় বাসার আলমিরা খোলা ও বিভিন্ন জিনিষপত্র অগোছালো হয়ে পড়ে থাকতে দেখেন তিনি। রাতেই অসুস্থ সাবিনা ইয়াসমিন, মিয়া ফাহিম ও মিয়া ফাহাদকে স্থানীয় একটি হাসাপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে সাংবাদিক আবুল কাশেম দৈনিক বাংলাকে জানান, ‘কোনো এক সময় খাদ্যে বিষক্রিয়া প্রয়োগ করে সবাইকে অচেতন করে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছি। এতে ১০ ভরি স্বর্ণ, ২০ হাজার টাকা, দুটি মোবাইল ও আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র খোয়া যায়। বর্তমানে আমার পরিবারের সদস্যরা চিকিৎসাধীন আছে।’ এর আগেও স্থানীয় ডা. রবি সাহেবের বাড়িতে একই ধরনের চুরির ঘটনায় ঘটে। এছাড়া পুরো উপজেলাতে চোরের উপদ্রব বৃদ্ধি হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরির ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ লক্ষ্য করা গেছে। তারা এ ঘটনার বিচার দাবি করেন। সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরির ঘটনায় তদন্ত সাপেক্ষে অপরাধীদের গ্রেফতার দাবি জানিয়েছেন সোনাইমুড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন, সাধারণ সম্পাদক বেলাল হোছাইন ভূইয়া, যুগ্ম সম্পাদক ইয়াকুব আল মাহমুদসহ সাংবাদিক নেতারা। |