![]() ‘প্রযুক্তির সঙ্গে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে’
নিজস্ব প্রতিবেদক
|
![]() ‘প্রযুক্তির সঙ্গে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে’ জাফর ওয়াজেদ বলেন, রাষ্ট্রের প্রতি সাংবাদিকদের দায়বদ্ধতা রয়েছে, সে দায়বদ্ধতার বিষয়টি সাংবাদিকদের মাথায় রাখতে হবে। অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করা সাংবাদিকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। অনেক দিনের লুকিয়ে থাকা ঘটনার তথ্য উপাত্ত খুঁজে আনতে বেশ সময় লাগে। ঝুঁকিও আছে অনেক। তাই দেশ ও সমাজের কথা বিবেচনা করে অনুসন্ধানী সাংবাদিকতা বৃদ্ধি করতে হবে। পিআইবি মহাপরিচালক বলেন, ফেনী শান্তির জনপদে পরিণত হওয়ার পেছনে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাংবাদিকদেরও অনেক ভূমিকা রয়েছে। তাদের বিভিন্ন মূল্যবান প্রতিবেদন এ জনপদকে সমৃদ্ধ করেছে। এছাড়া মুক্তিযুদ্ধে ফেনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। এ জনপদে অনেক আলোকিত মানুষ জন্মগ্রহণ করেছেন। করোনাকালীন সাংবাদিকদের কথা উল্লেখ করে তিনি বলেন, পেশাদার অনেক সাংবাদিকদের করোনাকালে প্রণোদনা দেওয়া হয়েছে। সময়ের ব্যবধানে সবাইকে প্রণোদনা দেয়া হবে। এ কাজ অব্যাহত আছে। সাংবাদিক কল্যাণ তহবিলকে এগিয়ে নিতে পিআইবি কাজ করে যাচ্ছে। আর এখন মাল্টিমিডিয়ার নামে নিউ মিডিয়ার প্রচলন হয়েছে। তবে প্রিন্ট মিডিয়া টিকে থাকবেই। অনুষ্ঠানে প্রধান অতিথি ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরন্নবী। এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাসান আলী। এ সময় জেলার বিভিন্ন কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পিআইবির প্রশিক্ষক শাহ আলম সৈকতের পরিচালনায় ২৩ নভেম্বর শুরু হয় ওই প্রশিক্ষণ। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বৈশাখী টেলিভিশনের পরিকল্পনা পরামর্শক ও নিউইয়র্ক টাইমসের স্ট্রিংগার জুলফিকার আলী মানিক এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম। |