![]() বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় আটক ৪
নিজস্ব প্রতিবেদক :
|
![]() বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় আটক ৪ গ্রেফতারকৃতরা হলেন, আবু বকর, নাহিদ, আল আমীন ও ইউসুফ। তারা সবাই কুষ্টিয়ার ইবনে মাসুদ মাদ্রাসার ছাত্র। এর মধ্যে আবু বকর ও নাহিদ ভাস্কর্য ভাঙচুরে সরাসরি জড়িত’ আজ রোববার সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত আবু বকর, নাহিদ, আল আমীন ও ইউসুফ নামে চারজনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা সবাই কুষ্টিয়ার ইবনে মাসুদ মাদ্রাসার ছাত্র। এর মধ্যে আবু বকর ও নাহিদ ভাস্কর্য ভাঙচুরে সরাসরি জড়িত’ মন্ত্রী বলেন, ‘আমি ও আমরা যারা শান্তিরক্ষায় নিয়োজিত আছি, আমরা এইটুকু বলতে পারি, কোন ধরনের অরাজকতা বাংলাদেশে করতে দেব না। যদি কেউ মনে করেন তারাই অনেক শক্তিশালী হয়ে গেছেন, এটা তাদের ভুল ধারণা।’ |