![]() যুক্তরাষ্ট্রে ফাইজারের টিকা নিচ্ছেন বাংলাদেশিরা
প্রবাস সংবাদদাতা :
|
![]() যুক্তরাষ্ট্রে ফাইজারের টিকা নিচ্ছেন বাংলাদেশিরা নিউইয়র্কে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডা. মাসুদুল হাসান টিকা গ্রহণ করেছেন। গত বৃহস্পতিবার সকালে তিনি নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে ফাইজারের টিকা গ্রহণ করেন। একই দিন সকালে ক্যালিফোর্নিয়ার এডভ্যান্টিস্ট হেলথ গ্ল্যান্ডেল মেমোরিয়াল হাসপাতালে করোনা ভ্যাকসিন গ্রহণ করেন প্রোভিন্স স্টেট জোসেফ হাসপাতালের ইন্টারনাল মেডিসিন ফিজিশিয়ার ডা. রবি আলম। করোনা মোকাবিলায় সম্মুখ যোদ্ধা হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে তিনি এই ভ্যাকসিন পেয়েছেন বলে জানা গেছে। এইদিন আটলান্টায় বসবাসকারী বাংলাদেশি ফজলে খান ফাইজারের টিকা গ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের একটি নার্সিং হোমে কর্মরত বাংলাদেশি স্বাস্থ্যকর্মী রেখা রোজারিও, মাইশা জিলু গত শনিবার এবং ঝর্না আহমেদ শুক্রবার ফাইজারের ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন বলে জানা গেছে। টিকা গ্রহণকারী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, এটি সাধারণ টিকার মতোই। দু’দিনে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করছেন না। এদিকে বাংলাদেশি অধুষ্যিত নিউইয়র্ক, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, পেনসিলভানিয়া, নিউ জার্সি, ভার্জিনিয়া, মেরিল্যান্ড,ওয়াশিংটন ডিসি, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, টেক্সাস, ওহাইও, শিকাগো, ক্যানসাস ও নর্থ ক্যারোলিনার প্রচুর পরিমাণ প্রবাসী বাংলাদেশি নির্দ্বিধায় ফাইজারের টিকা গ্রহণ করেছেন বলে খবর পাওয়া গেছে। |