![]() ট্রেনের ধাক্কায় সিএনজি চুরমার, স্বামী-স্ত্রীর মৃত্যু
কুমিল্লা সংবাদদাতা:
|
![]() ট্রেনের ধাক্কায় সিএনজি চুরমার, স্বামী-স্ত্রীর মৃত্যু কুমিল্লা : কুমিল্লায় রেলক্রসিংয়ে মালবাহী ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে সিএনজি। মারা গেছেন স্বামী-স্ত্রী। গুরুতর আহত হয়েছেন মেয়ে এবং ভাগ্নে সিএনজিচালক। বুধবার সকালে শহরের শাসনগাছা লেভেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। সিএনজিটি শহরে প্রবেশের মুহূর্তে রেলক্রসিংয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনের ধাক্কা খায়। গুরুতর আহত সিএনজিচালক ও তিনযাত্রীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক যাত্রী ফরিদ মুন্সীকে (৭০) মৃত ঘোষণা করেন। অবস্থায় অবনতি হলে চিকিৎসার জন্য ফরিদের স্ত্রী পেয়ারা বেগম ও মেয়ে আখি আক্তারকে ঢাকায় নেয়ার পথে পিয়ারা গৌরীপুর এলাকায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। আখি আক্তারের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চাচা আবু তাহের মুন্সী। সিএনজিচালক রাকিবুল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ফরিদ মুন্সী ডাক্তার দেখানোর জন্য কুমিল্লায় আসার সময় এই দুর্ঘটনার শিকার হন। তার বাড়ি জেলার দেবিদ্বার উপজেলার গজারিয়া গ্রামে। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা ইসমাইল হোসেন সিরাজী জানান, সিএনজিটি সরিয়ে নেয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। নরসিংদী : নরসিংদীতে ট্রেনে কাটা পড়েছে প্রকাশ কুমার দাস নামে এক চাকরিজীবী। বুধবার দুপুরে শহরের বাসাইল রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নরসিংদী রেলওয়ে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। প্রকাশ কুমার নরসিংদীর শিবপুরের থার্মেক্স গ্রুপে সিনিয়র ফোরম্যান পদে চাকরি করতেন। |