![]() ফুলপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ময়মনসিংহ সংবাদদাতা :
|
![]() ফুলপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ফুলপুর সাহিত্য পরিষদের সভাপতি আনন্দ মোহন কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আকবর আলী আহসানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক কবি আশরাফ উদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, ফুলপুর পৌরসভার মেয়র মো. আমিনুল হক, ময়মনসিংহ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল খালেক, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আরা, বিশিষ্ট সমাজসেবক শামছুল আলম, ফুলপুর অনার্স স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এইচ হৃদয়, রক্তদানে আমরা সংগঠনের প্রধান সমন্বয়ক হাসিবুল ইসলাম, হেলডস ওপেন স্কাউট গ্রুপের মহাসচিব তাসফিক হক নাফিওসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফুলপুর সাহিত্য পরিষদের সদস্যবৃন্দ। ফুলপুর পৌর মেয়র মো. আমিনুল হক বলেন, নবীন-প্রবীণ কবি, সাহিত্যিক এবং সংস্কৃতিমনা এক ঝাঁক শব্দসৈনিককে সঙ্গে নিয়ে এই সাহিত্য সংগঠনটির জন্ম। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি নতুন কবি, লেখক, ও সাহিত্যমোদী সৃষ্টি করতে ভূমিকা পালন করছে। ফুলপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আকবর আলী আহসান বলেন, সাহিত্যই পারে মানুষের মধ্যে মননশীলতার জন্ম দিতে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে এসে একাকার হয়ে যায়। মানবহৃদয়ে মহৎ চিন্তার জন্ম দেয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাহিত্য পরিষদের বিশেষ উপদেষ্টা বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মরহুম শাহ্ কুতুব চৌধুরী এর আত্মার মাগফিরাত কামনা করে কোরআন খতম, স্মৃতিচারণ, শোক প্রস্তাব গ্রহণ ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফিজ-ক্বারী মো. শিবলী নোমান। |