![]() কুয়াকাটা বেড়াতে এনে প্রেমিকাকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩
কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা:
|
![]() কুয়াকাটা বেড়াতে এনে প্রেমিকাকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩ এরপর রাতেই পুলিশ মামলার আসামি রনি প্যাদা, মাইনুল ইসলাম (২০) ও হোটেল ম্যানেজার শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে। ইতোমধ্যে তাদের আদালতেও সোপর্দ করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, ১০ থেকে ১৫ দিন আগে দশমিনা উপজেলার রনির সঙ্গে তালতলী উপজেলার ওই তরুণীর ফোনে পরিচয় হয়। সেই সূত্র ধরে গত ১০ জানুয়ারি সন্ধ্যায় ওই তরুণীকে নানা প্রলোভনে কুয়াকাটায় বেড়াতে নিয়ে আসেন রনি। সিলভার ক্রাউন নামে একটি আবাসিক হোটেলে নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ২০৬ নম্বর রুম ভাড়া নেন। ওই রুমে তরুণীকে আটকে রেখে প্রথমে রনি এরপর দশমিনা থেকে তার সঙ্গে আসা মাইনুল ইসলাম ধর্ষণ করেন। আর এতে সহযোগিতা করেন হোটেল ম্যানেজার শহিদুল ইসলাম। মহিপুর থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান সমকালকে বলেন, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালেপাঠানো হয়েছে। |