![]() রোশনের উপর ক্ষোভ ঝাড়লেন শ্রাবন্তীপুত্র!
বিনোদন ডেস্ক :
|
![]() রোশনের উপর ক্ষোভ ঝাড়লেন শ্রাবন্তীপুত্র! এদিকে শ্রাবন্তী-রোশনের সম্পর্কে যখন তিক্ততা, ঠিক তখন ইনস্টাগ্রামে ক্ষোভ ঝেড়েছেন শ্রাবন্তীপুত্র অভিমন্যু চট্টোপাধ্যায়। ‘বডিবিল্ডার’দের কটাক্ষ করে তিনি একটি পোস্ট দিয়েছেন। যেটা দেখে সবাই বলছেন, রোশনকে উদ্দেশ্য করেই তিনি এটি লিখেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে শ্রাবন্তীপুত্র লেখেন, ‘পৃথিবীতে এমন কিছু মাথামোটা বডিবিল্ডার রয়েছেন, যাদের দেহের পরিধি এতটাই বাড়িয়ে ফেলেন যে, মগজের জন্য আর কিছু বেঁচে থাকে না! বাস্তব জীবনে তারা ভদ্রভাবে কথাই বলতে পারেন না। কারণ, তাদের সেই শিক্ষা নেই। ’ শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিং একজন বডিবিল্ডার। সম্প্রতি তিনি নিজে একটি জিমের মালিকও হয়েছে। সামাজিক মাধ্যমে নিজের সুঠাম দেহের ছবি প্রায়শই পোস্ট করেন তিনি। সোমবার (১১ জানুয়ারি) তেমন একটি ছবি দেওয়ার পর তাকে ঘায়েল করতে অভিমন্যু এমন তিক্তবাক্য বলেছেন বলে দাবি অনেকের। |