শুক্রবার থেকে শুরু হচ্ছে মীর জাহির হোসেন মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট
শুক্রবার থেকে ফার্মগেটের খামারবাড়ী ইন্দিরা ক্রিকেট ক্লাবের টিঅ্যান্ডটি মাঠে শুরু হচ্ছে মীর জাহির হোসেন মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট। ১৫ ও ১৬ জানুয়ারি দুই দিনব্যাপী আয়োজিত এ ক্রিকেট টুর্নামেন্ট মীর গ্রুপে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্য থেকে তিনটি গ্রুপে ৯টি দল এ খেলায় অংশগ্রহণ করবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ ক্রিকেট লীগ।