![]() রাজধানীতে মাদক বিক্রি-সেবনের দায়ে গ্রেফতার ৩২
নিজস্ব প্রতিবেদক:
|
![]() রাজধানীতে মাদক বিক্রি-সেবনের দায়ে গ্রেফতার ৩২ ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল শনিবার (১৬ জানুয়ারি) সকাল ছয়টা থেকে রোববার (১৭ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছে থাকা ৪৮ হাজার ৩৯৩ পিস ইয়াবা, ৫৩ গ্রাম হেরোইন, ২৫ বোতল ফেনসিডিল ও ৫ কেজি ৪৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা রুজু হয়েছে। |