![]() খালের ওপর বাঁধ নির্মাণের অভিযোগ জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে
ঝালকাঠি সংবাদদাতা :
|
![]() খালের ওপর বাঁধ নির্মাণের অভিযোগ জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নলছিটির রানাপাশা ইউনিয়নের একটি বড় খাল মুনিয়ার জোড় খাল। এই খাল থেকে ছোট একটি খাল উত্তর দিকে ইঞ্জিনিয়ার জেএম হাতেমের বাড়ির পাশ দিয়ে প্রবাহিত হয়েছে যেটি ‘মিনা খালি’ নামে এলাকায় পরিচিত। স্থানীয় জেলা পরিষদ সদস্য হাতেম ইঞ্জিনিয়ার তার বাড়ির সামনে খালটির মুখে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করেছেন। ফলে খালটি চিরতরে হারাতে বসেছে। ক্ষমতার অপব্যবহার করে এলাকাবাসীর আপত্তি উপেক্ষা করে সরকারের নামে রেকর্ডকৃত খালটি তিনি অন্যায়- অবৈধভাবে ভরাট করে প্রাকৃতিক জলাধার ধ্বংস করার পাঁয়তারা করছেন। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ইতিপূর্বে বিষয়টি অবহিত করলেও তিনি কোনো পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে ২০১৯ সালের ৫ মার্চ এলাকাবাসি জেলা প্রশাসকের কাছে আবেদন করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ব্যাপারে ঝালকাঠি জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার জেএম হাতেম বলেন, ‘এটা কোনো খাল নয়। চলাচলের একটি হালট। আমাদের পারিবারিক জমি হওয়ায় ভরাট করেছি।’ |