![]() জাতীয় দলের নির্বাচক হলেন আব্দুর রাজ্জাক
খেলাধুলা ডেস্ক :
|
![]() জাতীয় দলের নির্বাচক হলেন আব্দুর রাজ্জাক নির্বাচক প্যানেলে মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারের সঙ্গে তৃতীয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুর রাজ্জাক। ২০১৭ সাল থেকে বিভিন্ন সময় ৩ সদস্যের প্যানেল করার কথা বলা হলেও, এবার পূর্ণ প্যানেল পেল নির্বাচকরা। দেশের হয়ে সাবেক এ বাঁহাতি স্পিনার ১৫৩ ওয়ানডেতে নিয়েছেন ২০৭ উইকেট। ১৩ টেস্টে ২৮ আর ৩৪টি-টোয়েন্টিতে নেন ৪৪ উইকেট। ঘরোয়া ক্রিকেটে ৩ ফরম্যাট মিলে এক হাজারের বেশি উইকেট নিয়েছেন তিনি। জাতীয় দল থেকে আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও অনেকদিন দলের বাইরে রাজ্জাক। তবে এখনো খেলে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেট। বিসিবির অনলাইন বোর্ড সভায় আরো বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়। ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটারদের ভ্যাকসিন নিশ্চিত করে ঘরোয়া ক্রিকেট চালু করতে চায় বোর্ড। নতুন বছরের শুরুতে জাতীয় দল ও প্রথম শ্রেণির ক্রিকেটারদের চুক্তি নবায়ন করে থাকে বিসিবি। তবে সভায় সিদ্ধান্ত হয়, এবার পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত আগের চুক্তি বহাল থাকবে। ঢাকা মহানগরে ক্রিকেটের উন্নয়নে জমি কিনবে বিসিবি। এজন্য একটি কমিটি করা হবে। পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠান এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানি নিয়োগ নিয়েও আলোচনা হয় বোর্ড সভায়। |