![]() ‘বউকে সাবধানে রাখবেন যাতে এদিক-সেদিক ভাইগা না যায়’: সুবাহ
বিনোদন ডেস্ক
|
![]() ‘বউকে সাবধানে রাখবেন যাতে এদিক-সেদিক ভাইগা না যায়’: সুবাহ তিনি ফেসবুক লাইভে এসে সবার বউ আর গার্লফ্রেন্ডদের আগলে রাখতে সতর্ক করেন। ১৪ ফেব্রুয়ারি নাসির হোসেন ও তামিমার বিয়ে ঘটা করে অনুষ্ঠিত হয়। বিয়ের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই তামিমার আগের বিষের বিষয়টিও সামনে আসে। আগের স্বামী রায়হান ও ক্রিকেটার নাসির হোসেনের ফোনালাপ অনলাইনে ছড়িয়ে পড়ে। তামিমার আগে স্বামী রায়হান দাবি করেন, তার সঙ্গে সম্পর্কের মধ্যেও অলোক নামে আরেকজনের সঙ্গে বিয়ে করে ছয়মাস সংসার করেছিলেন তামিমা। যদিও তাকে মাফ করে ফিরিয়ে এনেছেন বলে দাবি করেছেন রায়হান। এত বিতর্কের মধ্যেও শনিবার রাজধানীর একটি হোটেলে বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন করেছেন নাসির হোসেন। এরপরের দিনই লাইভে আসেন নাসিরের সাবেক প্রেমিকা সুবাহ। তিনি বলেন, ‘আপনারা সবাই আপনাদের বউকে, গার্লফ্রেন্ডকে সাবধানে রাখবেন। যাতে এদিক-ওদিক ভাইগা না যায়। আমি সেদিনও লাইভে এসে আপনাদের বলেছি- আপনাদের বউকে সাবধানে রাখেন, একটু হাড়ির খোঁজ-খবর নেন। আমার পেছনে লেগে কী লাভ? আমি আমার জায়গাতেই থাকব, কোথাও ভাইগা যাব না। সো আপনারা আপনাদের বউয়ের দিকে খেয়াল রাখেন, ভাবিরা যাতে এদিক-সেদিক ভাইগা না যায়। ’ |