![]() উইঘুর সংখ্যালঘুদের সঙ্গে চীনের আচরণ ‘গণহত্যা’: কানাডা
আন্তর্জাতিক ডেস্ক :
|
![]() উইঘুর সংখ্যালঘুদের সঙ্গে চীনের আচরণ ‘গণহত্যা’: কানাডা হাউসের ২৬৬ জন সদস্য গণহত্যা ঘোষণার পক্ষে ভোট দিয়েছেন। কেউ বিপক্ষে ভোট দেননি। তবে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ তাঁর মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য ভোটদানে বিরত ছিলেন। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে কানাডা চীনের দমনপীড়নকে গণহত্যা ঘোষণা করল। চীন সরকার যদি এই গণহত্যা চালিয়ে যায় তবে ২০২২ সালের শীতকালীন অলিম্পিক বেইজিং থেকে সরিয়ে নিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতি আহ্বান জানিয়ে একটি সংশোধনী আনতেও ভোট দেন কানাডীয় আইনপ্রণেতারা। তবে এখনই চীনের কর্মকাণ্ডকে গণহত্যা বলতে নারাজ কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো। তিনি একে ‘ব্যাপকমাত্রার দমন’ হিসেবে আখ্যা দেন। এমন সিদ্ধান্তের আগে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা দরকার ছিল বলে মন্তব্য করেন ট্রুডো। ট্রুডোর মন্ত্রিসভার একমাত্র সদস্য পররাষ্ট্রমন্ত্রী মার্ক গারন্যু হাউসে উপস্থিত ছিলেন। তবে তিনিও ‘কানাডা সরকারের তরফ হয়ে’ ভোটদানে বিরত ছিলেন বলে জানিয়েছেন। |