![]() অফিসের নিচে সড়কেই মিলল মেধাবী তরুণীর নিথর দেহ
নিজস্ব প্রতিবেদক:
|
![]() অফিসের নিচে সড়কেই মিলল মেধাবী তরুণীর নিথর দেহ নিহতের স্বজনদের বরাতে করে পুলিশ বলছে, আফসীন বিষণ্নতায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি ভবনের সিঁড়িঘরের ফাঁকা দিয়ে লাফিয়ে পড়ে আত্মহত্যা করতে পারেন। আফসীনের স্বামী সানাউল কবির সিদ্দিক পুলিশকে বলেছেন, আফসীন চার বছর আগে বাবাকে হারিয়েছেন। মা ক্যান্সারে ভুগছেন। তার ছোট একটি ভাই রয়েছে। এ জন্য সে দীর্ঘদিন ধরেই বিষণ্ন ছিল। কিন্তু এভাবে সবাইকে ছেড়ে চলে যাবে, তা তিনি কল্পনাও করতে পারছেন না। বনানী থানার ওসি নূরে আজম মিয়া , বিকেল ৪টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আওয়াল টাওয়ারের নিচ থেকে আফসীনের লাশ উদ্ধার করেন তারা। শুরুর দিকে পরিচয় নিশ্চিত হতে না পারলেও পরে জানতে পারেন, ওই ভবনের ১৪ তলায় তিনি একটি আইটি ফার্মের কর্মী ছিলেন। পরে সেখান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখতে পান, তিনি খুব স্বাভাবিকভাবে অফিস থেকে বের হয়ে আসছেন। ধারণা করা হচ্ছে, এর পরই কোনো তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। ওই ভবনের সিসি ক্যামেরা ফুটেজ যাচাই করা হচ্ছে। আফসীনের স্বজনরা বলছেন, মেধাবী ছাত্রী আফসীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউট (আইবিএ) থেকে স্নাতক করেছিলেন। চমৎকার লেখালেখির পাশাপাশি গিটার বাজিয়ে গানও গাইতেন তিনি। |