![]() ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে দেখা যায়নি সোনারগাঁ উপজেলার দুই চেয়ারম্যানকে
সোনারগাঁও সংবাদদাতা:
|
![]() ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে দেখা যায়নি সোনারগাঁ উপজেলার দুই চেয়ারম্যানকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে , জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের আত্মার মাগফেরাতে কামনা ও শ্রদ্ধা জ্ঞাপন করতে উপজেলা প্রশাসনের বিভিন্ন আয়োজনে উপজেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, দলীয় নেতা, জনপ্রতিনিধি সহ অন্যান্য প্রভাবশালী নেতাকর্মীদের দেখা গেলেও উপজেলা চত্ত্বরে স্থাপিত স্মৃতি সৌধে দেখা যায়নি বৈদ্যেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান ডা. আব্দুর রউফ ও মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু। বৈদ্যেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান ডা. আব্দুর রউফ এই বিষয়ে জিজ্ঞেস করলে বলেন, আমি শারীরিক ভাবে অসুস্থ থাকায় ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে যেতে পারিনি, তবে আমার ছেলে উপজেলায় গিয়েছিল। মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু জানান, শারীরিক ভাবে অসুস্থ থাকায় আমি উপজেলায় যেতে পারিনি। উল্লেখ্য , বৈদ্যেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান ডা. আব্দুর রউফ ও মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু শারীরিক অসুস্থতার কারণে একুশের প্রথম প্রহরে বা সকালে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে না আসলেও দিনের বিভিন্ন সময়ে তাদের দুজনকেই পারিবারিক ও এলাকার বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছে। |