![]() কুমিল্লায় ভেঙে ফেলা হলো বীরপ্রতীক কর্নেল সফিক উল্লাহ সড়কের নামফলক
কুমিল্লা সংবাদদাতা:
|
![]() কুমিল্লায় ভেঙে ফেলা হলো বীরপ্রতীক কর্নেল সফিক উল্লাহ সড়কের নামফলক স্থানীয়রা জানান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক উপাধি পান কর্নেল সফিক উল্লাহ। বীরত্বের সাথে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করেন। তার এ বীরত্বপূর্ণ অবদানের জন্য তার নামে চান্দিনা উপজেলার মাধাইয়া হতে চাঁদপুরের রহিমা নগর সড়কটি নামকরণ করা হয়। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে কে বা কারা নামফলকটি ভেঙে ফেলে। এ বিষয়ে মাধাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. অহিদ উল্লাহ বলেন, ‘বীরপ্রতীক কর্নেল সফিক উল্লাহ সড়কের নামফলক ভেঙে ফেলে দুর্বৃত্তরা। তবে কাজটি কে করেছে এখনও জানতে পারিনি।’বীরপ্রতীক কর্নেল সফিক উল্লাহর পরিবার জানায়, এই ধরনের ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আবেদন করছি। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘বীরপ্রতীকের নামে নির্মিত সড়কের নামফলক ভাঙার ঘটনায় শহীন শাহ নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ (জিডি) করেছেন। ঘটনার সাথে কারা জড়িত এ বিষয়ে তদন্ত চলছে।’ |