![]() প্রেসক্লাবের সামনে ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক:
|
![]() প্রেসক্লাবের সামনে ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষ জানা গেছে, অনুমতি ছাড়াই প্রেসক্লাবের সামনে সমাবেশ শুরু করে বিএনপি। অনেক কর্মীকে মোটরসাইকেল ভাঙচুর ও আশেপাশের ভবন ভাঙচুর করতে দেখা যায়। অনেক সাংবাদিকও আহত হন।পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে ছাত্রদলের কর্মীরা। এরপর পুলিশ মুহুর্মুহ টিয়ারশেল নিক্ষেপ করে। করে ছাত্রদলের কর্মসূচিতে অংশ নেয়া বিএনপি নেতাকর্মীরা প্রেসক্লাবে ঢুকে পড়ে আর প্রেসক্লাবের গেট বন্ধ করে দেয়া হয়। এরপর পুলিশ প্রেসক্লাব চত্বরে ঢুকে পড়লেও সেখানে বিএনপির নেতাকর্মীদের পাওয়া যায়নি তারা প্রেসক্লাব ভবনে ঢুকে পড়ে। আর প্রেসক্লাবের মূলভবনে পুলিশকে ঢুকতে না দেয়ায় নেতাকর্মীদের আর খুঁজে পাইনি। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ পুরো এলাকা নিয়ন্ত্রণে আনে।এই সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নেয়ার কথা থাকলেও তিনি আসার আগেই সেখানে রণক্ষেত্র শুরু হয়। |