![]() "চিকুকে সুস্থ করে তোলাই এখন আমার সবচেয়ে বড় কাজ": মিমি
বিনোদন ডেস্ক
|
![]() ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ডিজিটালকে মিমি বলেন, ‘চিকুকে সুস্থ করে তোলাই এখন আমার সবচেয়ে বড় কাজ। বাকি সব পরে ভাবব। চিকু আজ চেন্নাইয়ের পথে। আমি শ্যুটিংয়ের কাজ শেষ করেই ১ মার্চ ওর কাছে চলে যাব।’গত বছরের নভেম্বরে চিকু ৮ বছরে পা দিয়েছে। ইনস্টাগ্রামে সেই জন্মদিনে চিকুকে নিয়ে ভিডিও পোস্ট করেছিলেন মিমি। |