![]() ছাত্রদলের ওপর পুলিশ হামলা চালিয়েছে: মোশাররফ
নিজস্ব প্রতিবেদক :
|
![]() ছাত্রদলের ওপর পুলিশ হামলা চালিয়েছে: মোশাররফ এর আগে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ হয়। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে প্রেসক্লাবের সামনে এই সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ছাত্রদলের নেতাকর্মীরা প্রেসক্লাবের ভেতরে দাঁড়িয়ে ছিল এবং বাইরে অবস্থান করছিল পুলিশ সদস্যরা। এর কিছুক্ষণ পর ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনের রাস্তায় এলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। প্রেসক্লাবের মধ্যে থেকে ছাত্রদলের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশও লাঠিচার্জ শুরু করে। ছাত্রদল কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। |