![]() নেপথ্যে কারিগর শেখ ফজলে ফাহিম
৪৮ বছরের পথচলায় নতুন উচ্চতায় এফবিসিসিআই
নিজস্ব প্রতিবেদক
|
![]() ৪৮ বছরের পথচলায় নতুন উচ্চতায় এফবিসিসিআই তিনি এফবিসিসিআইর উন্নয়নে সর্বোচ্চ গতি এনেছেন। যার একক নেতৃত্বে গত দুই বছরে এফবিসিসিআইতে এক স্বর্ণযুগের সূচনা হয়েছে। এফবিসিসিআইর উন্নয়নে তার অসামান্য প্রতিভা ইতোমধ্যে সবার হৃদয় জয় করেছে। অসাধারণ প্রতিভাধর এই তরুণ সৎ নেতার দেখানো পথ ধরেই ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন আগামীতে আরও অনেকদূর এ গিয়ে যাবে বলে প্রত্যাশা করছেন এফবিসিসিআইর সাধারণ সদস্যরা। এফবিসিসিআইর উন্নয়নে শেখ ফজলে ফাহিমই হবেন পরবর্তী নেতাদের অনুপ্রেরণা। দুই বছর মেয়াদে এফবিসিসিআইর সভাপতি থাকাকালীন সময়ে ব্যবসায়ীদের উন্নয়ন ও কল্যাণে নানা কার্যক্রম বাস্তবায়ন করেছেন। শুধু তাই নয়, একটি সংগঠনকে অধিকতর কার্যক্ষম করতে যে ধরনের যোগ্য নেতৃত্ব দরকার তার সবটির স্বাক্ষর রেখেছেন তিনি। তার যোগ্য ও দক্ষ নেতৃত্বের কারণে অতি অল্প সময়ে এফবসিসিআইকে তিনি স্থানীয় ও আন্তর্জাতিকভাবে একটি মর্যাদাপূর্ণ সংগঠনে দাঁড় করিয়েছেন। তিনি এফবিসিসিআইর সভাপতির দায়িত্ব নেয়ার পর এফবিসিসিআইর মালিকানাধীন সম্পদ ৬০ মতিঝিল ও হাটখোলায় নির্মিত বহুতল ভবন এবং তার মালিকানা সংক্রান্তে দীর্ঘদিনের ফেলে রাখা সমস্যাগুলোর আইনগত সমস্যার সমাধান করেন। এছাড়া বিভিন্ন সংস্কার কার্যক্রমের মাধ্যমে এফবিসিসিআইর মতিঝিল ভবনের আধুনিকায়ন করে ভবনটিকে একটি আন্তর্জাতিক মানের অবয়ব দান করেন। যা অত্যন্ত দৃষ্টিনন্দন ও সব সদস্যের জন্য একটি গৌরবোজ্জ্বল অহংকার। তিনি ভবনকে আধুনিকায়ন করার পাশাপাশি এফবিসিসিআইর সব কর্মচারীদের বকেয়া পরিশোধ এবং ব্যয় সংকোচ নীতিমালা তৈরি করে সংগঠনে গতিশীল ও আধুনিক বিশ্বমানের এফবিসিসিআই সচিবালয় তৈরির উদ্যোগ নেন। এছাড়াও প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা ব্যবহার করে বিশ্ব অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশের ব্যবসায়ীদের ব্যাপক অংশগ্রহণের ব্যবস্থা করার পাশাপাশি সব সদস্যদের ব্যবসায় প্রসারের দিকনির্দেশনা তৈরিতে সহযোগিতা করতে Economy & Applied Research Center প্রতিষ্ঠা করেন তিনি। স্বল্প ব্যয় ও কম সময়ের মধ্যে দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্য বিরোধ কার্যক্রম নিষ্পত্তি করতে Alternative Disputes Resolution (ADR) Center প্রতিস্থাপন করা এবং এফবিসিসিআই ভবনে Tech Center কার্যক্রম পরিচালনা শুরু করেন। গত বছরের ৬ ডিসেম্বর হতে এটি সফট লঞ্চ করা হয়েছে। যা বর্তমান প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিমের ব্যক্তিগত চিন্তার প্রতিফলন। এছাড়া এফবিসিসিআইতে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় স্থাপনের বিশেষ উদ্যোগ গ্রহণ করেন তিনি। শেখ ফজলে ফাহিম তার দুই বছরের মেয়াদ কার্যকালে এফবিসিসিআইর চলমান বোর্ড ও শক্তিশালী সচিবালয়কে নিয়ে SDG Goal এবং ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, ইন্ডাস্ট্রি, ইনোভেশন ও ইনফাস্ট্রাকচার অর্জনে কাজ করে যাচ্ছেন। এসব লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে চলমান করোনা ভয়াবহ পরিস্থিতিতে এক মুহ‚র্তের জন্যও তিনি ব্যবসায়ীদের কল্যাণে ও তাদের পাশে থাকতে পিছপা হননি। ভ্যাট ট্যাক্স আদায়ে সরকারকে সহনশীল আচরণ দেখানোর পরামর্শ দিয়ে আসছেন। সততা ও সদিচ্ছা থাকলে যে কোনো কঠিন কাজকে সুচারুরূপে সম্পন্ন করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্তের স্বাক্ষর রেখেছেন তিনি। |