![]() ফের প্রেমে পড়লেন শ্রাবন্তী !
বিনোদন ডেস্ক :
|
![]() ফের প্রেমে পড়লেন শ্রাবন্তী ! সম্প্রতি তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন- ‘যদি বলি তোমায় ভালবাসি?’ আর এতেই নতুন করে শুরু হয়েছে জল্পনা। তাহলে কি আবারও প্রেমে পড়লেন নায়িকা? এই প্রশ্ন এখন টালিগঞ্জের সর্বত্র। কারও মনে প্রশ্ন উঠেছে- শ্রাবন্তী কি তবে নতুন কারও প্রেমে পড়ছেন? আবার কারও মনে জেগেছে অন্য প্রশ্ন- ‘নায়িকা কি তার পুরনো প্রেমকেই জীবনে ফেরত পেতে চাইছেন?’ এই গুঞ্জন তৈরি হয়েছে তার লেখা একাধিক বার্তায়। যেখানে অভিনেত্রী একদিকে লিখেছেন, ‘যদি বলি তোমায় মিস করছি?’ একই ছবিতে আবার লিখেছেন, ‘যদি বলি তোমাকেই আমার প্রয়োজন?’ আরেকটি ছবি স্টোরি হিসেবে শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন, ‘যখন প্রেমে পড়েছিলাম খুব ছোট ছিলাম। জানতামই না ভালবাসা কী? এবার তোমার ক্ষেত্রে হাল ছাড়ব না।’ এতো সব রোমান্স কি জীবনের নতুন বসন্তের আবাস, নাকি কোন নতুন সিনেমার প্রচারণা। এমন জাবাবও দিচ্ছেন কেউ কেউ। যা হোক, নায়িকা পরিস্কার করে না বলা পর্যন্ত অপেক্ষা করতেই হবে। |