![]() ব্যবধানটা এক পয়েন্টে নামিয়ে আনল বার্সা
খেলাধুলা ডেস্ক :
|
![]() ব্যবধানটা এক পয়েন্টে নামিয়ে আনল বার্সা ঘরের মাঠে সোমবার রাতে রিয়াল ভ্যালাদোলিদের বিপক্ষে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। গোলটি উসমান ডেম্বেলের। লিগের শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে দুইয়ের বার্সার পয়েন্ট ব্যবধান এখন ১। অ্যাটলেটিকো ২৯ ম্যাচে ৬৬ পয়েন্টে টপার, সমান ম্যাচে ৬৫ পয়েন্টে দুইয়ে বার্সা, আর ৬৩ পয়েন্টে তিনে রিয়াল। ন্যু ক্যাম্পে গোলশূন্য প্রথমার্ধের পর বিরতি কাটিয়ে ফিরেও জালের খোঁজ পাচ্ছিল না বার্সা। এরমাঝে ৭৯ মিনিটে হতাশা নামে অতিথি ড্রেসিংরুমে, যখন অস্কার প্লানো লাল কার্ড দেখে মাঠ ছড়েন। ডেম্বেলেকে ফাউল করে লাল কার্ড দেখেন অস্কার। দশজনের প্রতিপক্ষে বিপক্ষে বার্সা গোল আনে নির্ধারিত সময়ের অন্তিম মিনিটে। রোনাল্ড আরাউজোর বাড়ানো বলে নিয়ন্ত্রণ নিয়ে জালের দেখা পান ডেম্বেলে। তিন পয়েন্ট নিশ্চিত করে বাঁধনহারা উল্লাসে মাতে স্বাগতিকরা। |