![]() বিয়ে না করে একই ফ্ল্যাটে থাকছেন প্রভা-মনোজ!
বিনোদন ডেস্ক :
|
![]() বিয়ে না করে একই ফ্ল্যাটে থাকছেন প্রভা-মনোজ! নাটকের গল্পে দেখা যাবে, রুনি একজন চাকরিজীবী অবিবাহিত মেয়ে। ঢাকায় সে একাই থাকে। ব্যাচেলর বলে বাসা পেতে সমস্যা হয়, এলাকার লোকজন নানা মন্তব্য করে, এমনকি কর্মস্থলেও সহকর্মীরা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে। তাই সে ডিসিশন নেয় যে সবাইকে বলে বেড়াবে সে বিবাহিত। ![]() বিয়ে না করে একই ফ্ল্যাটে থাকছেন প্রভা-মনোজ! এভাবে এগিয়ে যাবে নাটকের গল্প। নাটকে রুনির ভূমিকায় অভিনয় করেছেন প্রভা। অনামিকা মণ্ডলের রচনা ও মিঠু রায়ের পরিচালনায় ঈদের জন্য নির্মিত হয়েছে নাটকটি, যার চিত্রগ্রহণ করেছেন মিঠু মনির। এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, নাটকে প্রভার বিপরীতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। এ ছাড়া অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, পিন্টু আকুনজি, খাইরুল আলম টিপু, শারমীন সুলতানা শর্মী, কাজি সালিমুল হক কামাল, জান্নাতুল শ্রাবণী, রাইসুল ইসলাম, বরশা, রিংকু, স্বপন আহমেদ, মিজান রহমান, নয়ন, রাফি আহমেদ প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, আসছে ঈদে নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। |