![]() লকডাউনে বাসের ধাক্কায় অটোরিকশার চালক নিহত
নিজস্ব প্রতিবেদক :
|
![]() লকডাউনে বাসের ধাক্কায় অটোরিকশার চালক নিহত আজ বুধবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, সকাল সোয়া ৭টার দিকে অটোরিকশা নিয়ে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বের হন গোলাম মোস্তফা। নিউমার্কেট এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ঠিকানা পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত হন চালক গোলাম মোস্তফা। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে শিপু হালদার নামে এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ঘাতক বাসচালক জালালকে আটক করেছে পুলিশ। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ইন্সপেক্টর বাচ্চু মিয়া। |