![]() সোনারগাঁওয়ে সাংবাদিকের উপর হামলায় গ্রেফতার ১
সোনারগাঁও সংবাদদাতাঃ
|
![]() সোনারগাঁওয়ে সাংবাদিকের উপর হামলায় গ্রেফতার ১ মঙ্গলবার (৬ এপ্রিল) চ্যানেল এসের সাংবাদিক হাবিবুর রহমানের উপর হামলার ঘটনায় ১৫ জনের নামে মামলা হলে রাতেই অভিযান চালিয়ে ১জনকে গ্রেফতার করে সোনারগাঁও থানা পুলিশ। হামলার শিকার সাংবাদিক হাবিবুর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি নিজেই বাদী হয়ে সোনারগাঁও থানায় ১৫জন সহ অজ্ঞাত আরো ৮০ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন। সোনারগাঁও থানা পুলিশের (তদন্ত) ওসি খন্দকার তবিদুর রহমান জানান, হেফাজত কাণ্ডে সাংবাদিক হাবিবুর রহমানের উপর হামলার ঘটনায় সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকার নুরুল ইসলামের ছেলে মোস্তাফা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত শনিবার বিকেলে রাজধানীর অদূরে সোনারগাঁয়ের একটি রিসোর্টে হেফাজত নেতা মামুনুল হক একজন নারীসহ অবস্থান করছেন এমন খবর পেয়ে স্থানীয় কিছু লোকজন, ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা তাঁর কক্ষটি ঘেরাও করেন। যদিও মামুনুল হক সঙ্গে থাকা নারীকে তাঁর দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। পরে সন্ধ্যা সোয়া সাতটার দিকে হেফাজতের একদল নেতা–কর্মী, মাদ্রাসাছাত্র মিছিল নিয়ে এসে রয়েল রিসোর্ট নামের ওই অবকাশযাপন কেন্দ্রটিতে ভাঙচুর চালিয়ে মামুনুলকে ছিনিয়ে নিয়ে যায়। |