![]() রোনালদো-দিবালার গোলে জুভেন্টাসের জয়
খেলাধুলা ডেস্ক :
|
![]() রোনালদো-দিবালার গোলে জুভেন্টাসের জয় আলিয়াঞ্জ স্টেডিয়ামে ম্যাচের শুরুতে এগিয়ে যায় তুরিনের ওল্ড লেডিরা। ফেদরিকো কিয়েসার অ্যাসিস্টে স্কোরশিটে নাম তোলেন ক্রিস্তিয়ানো রোনালদো। প্রথমার্ধে আক্রমণের ধার বাড়ালেও আর কোনো গোলের দেখা পায়নি স্বাগতিকরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন রোনালদো। ডান দিক থেকে দানিলোর ক্রসে কাছ থেকে ঠিকমতো হেড করতে পারেননি পর্তুগিজ ফরোয়ার্ড। বল তার মাথা ছুঁয়ে পোস্টের বাইরে দিয়ে যায়। তবে গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি। খেলার ১৩ মিনিটের মাথায় ফেদেরিকো চিয়েসা ডান দিকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বল বাড়ান ডি-বক্সে। প্রথম স্পর্শে নিচু শটে সহজেই জাল খুঁজে নেন রোনালদো। চলতি মৌসুমে এটি রোনালদোর ২৬তম গোল। সিরি আ'র শীর্ষ গোলদাতা এখন তিনিই। বিরতির আগে হুয়ান কুয়াদ্রাদোর জোরালো শট ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি নাপোলির গোলরক্ষক। উড়িয়ে মেরে সমতা ফেরানোর সুযোগ হারান সফরকারীদের ফরোয়ার্ড ইনসিনিয়ে। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে কাছ থেকে জিওভান্নি দি লোরেঞ্জোর শট দারুণ দক্ষতায় ফেরান জুভে গোলরক্ষক জানলুইজি বুফ্ফন। পরের মিনিটে ডান দিকের বাইলাইনের কাছ থেকে কুয়াদ্রাদোর ক্রসে চিয়েসার হেড লক্ষ্যে থাকেনি। এরপর দীর্ঘ তিন মাস পর মাঠে নামা পাওলো দিবালা বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন। আর নামার তিন মিনিটের মাথায় গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে স্পট কিকে ব্যবধান কমান ইনসিনিয়ে। তাতে অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে সমস্যা হয়নি রোনালদো-দিবালাদের। শেষ মুহূর্তে এক গোল শোধ দেয় নাপোলি। পেনাল্টিতে গোল করেন স্ট্রাইকার লরেঞ্জো ইনসিগনে। ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আন্দ্রে পিরলোর দল। ৩ পয়েন্ট পিছিয়ে নাপোলি টেবিলের পাঁচে। |