মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

কাঠের হাতপাখা তৈরির কারিগর

আপডেটেড ১৪ আগস্ট, ২০২৩ ১৯:৪৬
কিউবার ত্রিনিদাদ শহটির গোড়াপত্তন হয়েছিল ১৫১৪ খ্রিস্টাব্দে। ইতিহাস ও ঐতিহ্যের ধারক ছোট্ট এই শহর। ১৯৮৮ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐহিত্য হিসেবে স্বীকৃতি দেয়। এই শহরের প্রাচীন কারুশিল্পকর্মের মধ্যে হাতে তৈরি কাঠের পাখা অন্যতম। তবে কালের বিবর্তনে সেই ঋদ্ধ লোকজ ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। আশার কথা হলো, এই শহরের কারুশিল্পী হোসে মিগুয়েল ক্যাডালসো প্রায় একাই ধরে রেখেছেন মনমুগ্ধকর নকশার পাখা তৈরির পরম্পরা।