বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

শেল্‌টেক্‌ ও মেটলাইফের মধ্যে চুক্তি

দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ২৫ জানুয়ারি, ২০২৩ ০৮:২৮

আবাসন কোম্পানি শেল্‌টেক্‌ ও মেটলাইফ বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল মঙ্গলবার শেল্‌টেক্‌ টাওয়ারে এটি সই হয়। চু্ক্তির আওতায় মেটলাইফ বাংলাদেশ শেল্‌টেকে্‌র কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের জীবন বিমা ও চিকিৎসা বিমা সুবিধা প্রদান করবে।


ডিপিডিসিতে নবনির্মিত দুটি সাবস্টেশন উদ্বোধন

আপডেটেড ২৯ নভেম্বর, ২০২৩ ১২:৫০
দৈনিক বাংলা ডেস্ক

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) নবনির্মিত আদাবর ৩৩/১১ কেভি ও মাণ্ডা ৩৩/১১ কেভি জিআইএস সাবস্টেশন চালু করা হয়েছে গতকাল মঙ্গলবার। এর ফলে ডিপিডিসির নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ বিতরণের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

‘ডিপিডিসির আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ এবং শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের অন্তর্ভুক্ত আদাবর ৩৩/১১ কেভি ও মাণ্ডা ৩৩/১১ কেভি জিআইএস সাবস্টেশন চালুকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হাবিবুর রহমান, বিপিএএ, সিনিয়র সচিব, বিদ্যুৎ বিভাগ ও চেয়ারম্যান, ডিপিডিসি পরিচালনা পর্ষদ।

২০১৬ সালের ১৪ অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের রাষ্ট্রপতি সি চিন পিং-এর উপস্থিতিতে প্রকল্পটির চুক্তি সম্পাদিত হয়। যার ধারাবাহিকতায় হাতে নেয়া হয় ‘ডিপিডিসির আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ এবং শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্প। চীনের টিবিইএ কোম্পানি লিমিটেড ঠিকাদার হিসেবে এ প্রকল্প বাস্তবায়ন করছে। ২০২৬ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। বিজ্ঞপ্তি


ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে সেমিনার

আপডেটেড ২৯ নভেম্বর, ২০২৩ ১২:৫১
দৈনিক বাংলা ডেস্ক

জাপানে ক্যারিয়ার গড়তে আবশ্যিক দক্ষতা-বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল।

ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট এবং জাপান-বাংলাদেশ এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।

জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোয়েব-উর-রহমান, জাপানের আক্স পাবলিশিংয়ের ম্যানেজার ইউচিরো সুকাদা এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট মিস মারি কাওয়াকুবো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের মাইনরি গ্রুপের পরিচালক মিয়া মামুন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। এ ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। শিক্ষার্থীদের ভাষা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হবে।

সেমিনারে জাপানভিত্তিক ৩০টি কোম্পানির প্রতিনিধি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। বিজ্ঞপ্তি


সৌদি আরব থেকে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

আপডেটেড ২৯ নভেম্বর, ২০২৩ ১২:৩৬
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গত ২৬-২৭ নভেম্বর সৌদি আরবে অনুষ্ঠিত সৌদি ন্যাশনাল গেমস-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে গতকাল মঙ্গলবার দেশে প্রত্যাবর্তন করেছেন। তিনি সেখানে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের জেনারেল অ্যাসেম্বলিতেও অংশগ্রহণ করেন। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করে পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান গত ২৫ নভেম্বর সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী ও সৌদি গেমস আয়োজক কমিটির সভাপতি আবদুল আজিজ বিন তুর্কি আল ফয়সালের আমন্ত্রণে সরকারি সফরে সৌদি আরব গমন করেন। বিজ্ঞপ্তি

বিষয়:

স্ট্যান্ডার্ড ব্যাংকে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

আপডেটেড ২৯ নভেম্বর, ২০২৩ ১১:৫৪
দৈনিক বাংলা ডেস্ক

শরিয়াহভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক লার্নিং সেন্টারের উদ্যোগে সম্প্রতি ‘বেস্ট প্র্যাকটিসেস ইন ইন্টারন্যাশনাল ট্রেড’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ওই কর্মশালায় আমদানি-রপ্তানি কার্যক্রমে আন্তর্জাতিক ও দেশীয় বিধিবিধানের সর্বোত্তম অনুশীলন এবং সার্বিক পরিপালনবিষয়ক গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মাছুমা আক্তার হ্যাপী ও মোহাম্মদ আরাফাত আলী। কর্মশালায় ব্যাংকের এডি শাখার বৈদেশিক বাণিজ্য বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মো. আলী রেজা, স্ট্যান্ডার্ড ব্যাংক লার্নিং সেন্টারের প্রধান সৈয়দ মসনুন আলী এবং ইন্টারন্যাশনাল ডিভিশনের ভারপ্রাপ্ত প্রধান মো. হাসিবুল হাসান। বিজ্ঞপ্তি


মার্কেন্টাইল ব্যাংকের তিন উপশাখা উদ্বোধন

আপডেটেড ২৯ নভেম্বর, ২০২৩ ১১:৫৪
দৈনিক বাংলা ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে মার্কেন্টাইল ব্যাংকের আরও তিনটি উপশাখা গতকাল মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক এক্সচেঞ্জ হাউস ইউকের চেয়ারম্যান এম আমানউল্লাহ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপশাখাগুলো উদ্বোধন করেন। উপশাখাগুলো হলো- চুয়াডাঙ্গা সদরে ‘সরোজগঞ্জ উপশাখা’, ময়মনসিংহের গৌরীপুর থানায় ‘শ্যামগঞ্জ উপশাখা’ ও মৌলভীবাজার জেলায় ‘শ্রীমঙ্গল উপশাখা’। প্রধান কার্যালয় থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী ফিতা কেটে তিনটি উপশাখার কার্যক্রম শুরু করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক ও এমবিএসএলের চেয়ারম্যান এম এ খান বেলাল ও ব্যাংকের উদ্যোক্তা ও এমবিএসএলের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মনসুরুজ্জামান। উপব্যবস্থাপনা পরিচালকরা মো. জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, হাসনে আলম এবং মু. মাহমুদ আলম চৌধুরী, সিএফও ড. তাপস চন্দ্র পাল, এসইভিপিরা অসীম কুমার সাহা, শাহ মো. সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান, কোম্পানি সেক্রেটারি ও হেড অব এইচআরডি আবু আসগার জি. হারুনী উপশাখা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের নর্থ বেঙ্গল রিজিওনাল হেড মো. মতিয়ার রহমান, ব্রাঞ্চেস ডিভিশন হেড ও ভিপি মোহাম্মদ হোসেন, সিলেট শাখা প্রধান ও ভিপি দেবজ্যোতি মজুমদারসহ অনেকে। বিজ্ঞপ্তি


দুই যুগ পূর্ণ করল ব্যাংক এশিয়া

আপডেটেড ২৯ নভেম্বর, ২০২৩ ১১:৫৩
দৈনিক বাংলা ডেস্ক

সমৃদ্ধির অগ্রযাত্রায় অন্যতম সহযোগী হিসেবে পথচলার দুই যুগ পূর্ণ করল ব্যাংক এশিয়া। এ উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারের ব্যাংক এশিয়া টাওয়ারে চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে নিয়ে কেক কেটে ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। ব্যাংকের ভাইস চেয়ারম্যান জাকিয়া রউফ চৌধুরী, বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান দিলওয়ার এইচ চৌধুরী, বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম এ বাকী খলীলী, পরিচালক এনাম চৌধুরী, আশরাফুল হক চৌধুরী, মো. আবুল কাসেম, হেলাল আহমেদ চৌধুরী, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাফিউজ্জামান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এন এম মাহফুজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পথচলার দুই যুগ পূর্তি উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশব্যাপী শাখাসমূহে একইভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। ১৯৯৯ সালের ২৭ নভেম্বর দেশের কিছু সফল ও স্বনামধন্য উদ্যোক্তার স্বপ্ন বাস্তবায়নে, উচ্চমানের গ্রাহকসেবা নিশ্চিতকরণ ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষ্যে ব্যাংক এশিয়া যাত্রা শুরু করে। বিজ্ঞপ্তি


সোনালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা

আপডেটেড ২৯ নভেম্বর, ২০২৩ ১১:৪৬
দৈনিক বাংলা ডেস্ক

সোনালী ব্যাংক পিএলসির সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) ২৩তম সভা গতকাল মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন এসএমটির চেয়ারম্যান এবং ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম। সভায় অন্যদের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলী, মীর মোফাজ্জল হোসেন, সুভাষ চন্দ্র দাস, কাজী মো. ওয়াহিদুল ইসলাম ও পারসুমা আলম, প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয়, ব্যাংকের মাঠপর্যায়ের সব জেনারেল ম্যানেজারসহ এসএমটি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর ব্যাংকের সার্বিক ব্যবসায়িক পর্যালোচনা ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। বিজ্ঞপ্তি


তিতাস গ্যাসের সঙ্গে বিশ্বব্যাংক ও এডিবির চুক্তি

আপডেটেড ২৯ নভেম্বর, ২০২৩ ১১:৪৫
দৈনিক বাংলা ডেস্ক

গ্যাস সেক্টর এফেসিয়েন্সি অ্যান্ড কার্বন এবেটমেন্ট প্রজেক্টের আওতায় ১১ লাখ স্মার্ট প্রি পেইড মিটার স্থাপন প্রকল্পের জন্য তিতাস গ্যাস ও বিশ্ব ব্যাংকের মধ্যে গত ২৩ নভেম্বর এবং স্মার্ট মিটিং এনার্জি এফেসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় ৬ লাখ ৫০ হাজার স্মার্ট প্রি পেইড মিটার স্থাপন প্রকল্পের জন্য তিতাস গ্যাস ও এডিবির মধ্যে গতকাল মঙ্গলবার ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। ঋণচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিতাস গ্যাস, পেট্রোবাংলা, মন্ত্রণালয়, এডিবি ও বিশ্ব ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


গুলশান ক্লাবের সদস্যদের জন্য ঢাকা ব্যাংকের মাস্টারকার্ড

আপডেটেড ২৯ নভেম্বর, ২০২৩ ১১:৪৪
দৈনিক বাংলা ডেস্ক

গুলশান ক্লাব সদস্যদের জন্য ঢাকা ব্যাংক একটি কো-ব্র্যান্ডেড মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডের যাত্রা শুরু করল। কার্ডটি গুলশান ক্লাবের সদস্যদের জীবনযাত্রা এবং ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় করবে। কার্ডটিতে রয়েছে আজীবন বার্ষিক ফি ওয়েভার, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে কমপ্লিমেন্টারি অ্যাক্সেস, বিমানবন্দরে পিক অ্যান্ড ড্রপ সুবিধা, মাস্টারকার্ডের লাউঞ্জ কি-প্রোগ্রামের মাধ্যমে সারা বিশ্বের ১২০টি দেশে ১ হাজার ৩০০টি বিমানবন্দর লাউঞ্জে কমপ্লিমেন্টারি গ্লোবাল লাউঞ্জ অ্যাক্সেস এবং সারা বছর পাঁচ তারকা হোটেল থেকে একটি কিনলে একটি ফ্রি। এ ছাড়া কুইন্ট্রিপোল ক্রেডিট শিল্ড প্রোগ্রাম ৪০ লাখ টাকা পর্যন্ত কভারেজ অফার করে, কেনাকাটা এবং খাবারের জন্য মাস্টারকার্ডের ৬ হাজার ৫০০টি মার্চেন্ট পয়েন্ট থেকে আকর্ষণীয় সুবিধাসহ রয়েছে আরও অনেক আকর্ষণীয় অফার।

গত ২৪ নভেম্বর তৃতীয় গুলশান ক্লাব অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে যৌথভাবে মাস্টারকার্ড কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড উন্মোচন করেন সংসদ সদস্য (ঢাকা-১৭) মোহাম্মদ এ আরাফাত; ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদ আবু জাফর; কান্ট্রি ম্যানেজার, বাংলাদেশ, মাস্টারকার্ড, সৈয়দ মোহাম্মদ কামাল; গুলশান ক্লাব লিমিটেডের সভাপতি রফিকুল আলম (হেলাল); গুলশান ক্লাব অলিম্পিয়াডের পরিচালক ও উপদেষ্টা, এম এ কাদের (আনু); গুলশান ক্লাব অলিম্পিয়াডের পরিচালক ও ভাইস-চেয়ারম্যান, রেজাউল হক (রাজু) এবং অলিম্পিয়াড আয়োজক কমিটির চেয়ারম্যান, গুলশান ক্লাব লিমিটেড, ডক্টর ওয়াহিদুজ্জামান (তমাল)। ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত দেশের একমাত্র পারিবারিক ক্লাব গুলশান ক্লাবের টেনিস কোর্টে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ইমার্জিং মার্কেট অফিসার, মো. মোস্তাক আহমেদ; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, হেড অব করপোরেট, আখলাকুর রহমান; এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ব্যাংকের রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান, এইচ এম মোস্তাফিজুর রহমান এবং মাস্টারকার্ড বাংলাদেশের ডিরেক্টর জাকিয়া সুলতানা।

ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর বলেন, ‘গুলশান ক্লাবের সদস্যদের জন্য মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডটি চালু করা ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা একটি শীর্ষস্থানীয় আর্থিক সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের কাছে ঢাকা ব্যাংকের অবস্থানকে শক্তিশালী করবে। এবং আমরা সবসময়ই আমাদের কার্ড হোল্ডারদের ব্যাংকিয়ের নতুন নতুন পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

গুলশান ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট রফিকুল আলম (হেলাল) বলেন, ‘এটা খুবই আনন্দের, মাস্টারকার্ড এবং ঢাকা ব্যাংক ক্লাবের সদস্যদের একটি পাইওনিয়ার পেমেন্ট সলিউশন দেয়ার জন্য হাত মিলিয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ক্লাবের সদস্যরা এর সুযোগ-সুবিধাগুলো পরিপূর্ণভাবে উপভোগ করতে পারবেন।’

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘মাস্টারকার্ড ঢাকা ব্যাংকের সঙ্গে গুলশান ক্লাবের সদস্যদের জন্য ওয়ান্ড ক্রেডিট কার্ড সংযুক্ত করতে পেরে আনন্দিত। এ উদ্বোধনের মাধ্যমে ভোক্তাদের প্রতি প্রতিষ্ঠানগুলোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হলো। ফলে ভোক্তাগণ জীবনযাত্রা, ভ্রমণ, কেনাকাটাসহ অন্যান্য বিশেষ সুবিধাগুলো পেতে সক্ষম হবে।’ বিজ্ঞপ্তি


প্রিমিয়ার ব্যাংকের শাখা উদ্বোধন

আপডেটেড ২৯ নভেম্বর, ২০২৩ ১১:৪৩
দৈনিক বাংলা ডেস্ক

রাজধানীর গুলশানে প্রিমিয়ার ব্যাংকের গুলশান অ্যাভিনিউ শাখা উদ্বোধন করা হয়েছে। (সিম্পল ট্রি আনারকলি, হোল্ডিং নং # ৮৯, প্লট # ০৩, ব্লক নং # সি ডব্লিউএস(এ), গুলশান অ্যাভিনিউ, ঢাকা) প্রধান অতিথি হিসেবে গতকাল মঙ্গলবার ওই শাখা আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহেদ সেকান্দার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাসিম সেকান্দার এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিসিও তৌহিদুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপন গ্রুপের ডিরেক্টর সৈয়দ জাভেদ ইকবাল, সিটি গ্রুপের ইমপোর্ট ডিরেক্টর খিযির হায়াত খান এবং জহির গ্রুপের সিএফও মো. সাদেকুল ইসলাম এফসিএমএসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, গ্রাহকরাসহ অনেকে। বিজ্ঞপ্তি


বিশ্বমানের ফ্লাইট ডিসপ্যাচ সল্যুশন চালু করল বিমান

আপডেটেড ২৯ নভেম্বর, ২০২৩ ১১:৪৩
করপোরেট ডেস্ক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে স্মার্ট এয়ারলাইন্স হিসেবে গড়ে তোলার উদ্যোগ হিসেবে জার্মানির লুফথানাসা সিস্টেমের বিশ্বখ্যাত ফ্লাইট ডিসপ্যাচ সল্যুশন ‘লিডো ফ্লাইট ৪ডি’ চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গতকাল মঙ্গলবার বিমানের প্রধান কার্যালয় বলাকায় জার্মান প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সফটওয়্যারটির উদ্বোধন করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম। অনুষ্ঠানে লুফথানাসা সিস্টেমের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিইও টম ভ্যানড্যানডিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ‘লিডো ফ্লাইট ৪ডি’ সফটওয়্যারটির একটি সম্পূর্ণ ডিসপ্যাচ ব্যবস্থা, এর মাধ্যমে নিখুঁত এবং সাশ্রয়ীভাবে ফ্লাইট প্ল্যানিং করা সম্ভব। আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য ফ্লাইট প্ল্যান করা এবং যেসব দেশের ওপর দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে, সেসব দেশের এয়ার ট্রাফিক কন্ট্রোল ইউনিটকে অবহিত করা ব্যাধ্যতামূলক। ফ্লাইট প্ল্যান করার ক্ষেত্রে অন্যতম বিবেচ্য বিষয়গুলো হলো গন্তব্যের দূরত্ব, উড়োজাহাজের গতিবেগ, আবহাওয়ার অবস্থা, গন্তব্যের আবহাওয়ার অবনতি বা জরুরি অবস্থায় সম্ভাব্য বিকল্প গন্তব্য নির্ধারণ, জ্বালানি তেলের পরিমাণ নির্ধারণ ইত্যাদি। এ ছাড়াও কোন পথে এবং কোন উচ্চতায় ফ্লাই করলে সবচেয়ে কম জ্বালানি খরচ হবে; কোন দেশের ওপর দিয়ে ফ্লাই করলে ওভার ফ্লাই চার্জ কম লাগবে; যে এয়ারপোর্ট ব্যবহার করা হবে তা সংশ্লিষ্ট এয়ারক্রাফটের জন্য ব্যবহার উপযোগী কি না; কোনো সাইক্লোন বা অগ্ন্যুৎপাতের মতো ঝুঁকিপূর্ণ বাজে আবহাওয়া বিরাজ করছে কি না ইতাদি বিষয় বিবেচনায় নিয়ে ফ্লাইট পরিচালনার পরিকল্পনার নাম হলো ফ্লাইট ডিসপ্যাচ। যে সফটওয়্যার ব্যবহার করে এ কাজগুলো করা হয় সেটাই ফ্লাইট ডিসপ্যাচ সল্যুশন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দীর্ঘদিন সিটা ফ্লাইট প্ল্যান সিস্টেম ব্যবহার করে আসছিল। সিটার পর সাময়িকভাবে কিছুদিন স্কাইপ্ল্যান সিস্টেম ব্যবহার করা হয়। পরে বিমানকে একটি স্মার্ট এয়ারলাইন্সে রূপান্তরের প্রক্রিয়া হিসেবে লুফথানাসা সিস্টেমের ‘লিডো ফ্লাইট ৪ডি’ ফ্লাইট ডিসপ্যাচ সল্যুশনকে বেছে নেয়া হয়। লুফথানাসা সিস্টেমের ‘লিডো ফ্লাইট ৪ডি’ ফ্লাইট ডিসপ্যাচ সল্যুশন বিখ্যাত এয়ারলাইনগুলো ব্যবহার করে যেমন- কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইনস, ইতিহাদ এয়ারওয়েজ, ব্রিটিশ এয়ারওয়েজ ইত্যাদি।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জানান, বিমানকে স্মার্ট এয়ারলাইন্স হিসেবে গড়ে তোলার উদ্যোগ হিসেবে বিখ্যাত ফ্লাইট ডিসপ্যাচ সল্যুশন ‘লিডো ফ্লাইট ৪ডি’ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে আমরা অত্যন্ত নিখুঁত, সুরক্ষিত এবং সাশ্রয়ীভাবে ফ্লাইট প্ল্যান করতে পারব। এ ছাড়াও স্বয়ংক্রিয়ভাবে আবহাওয়া ও প্রতিকূল পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি বিকল্প পন্থা অবলম্বনেও সহযোগিতা পাওয়া যাবে। ফ্লাইট আকাশে চলাকালীন লাইভ মনিটরিং, সবচেয়ে কম খরচের যাত্রাপথ নির্ধারণ এবং শুরু থেকে শেষ পর্যন্ত নিরাপদ ফ্লাইটের জন্য নিখুঁত পারফরম্যান্স হিসাব করা সম্ভব হবে।

‘লিডো ফ্লাইট ৪ডি’ ফ্লাইট ডিসপ্যাচ সল্যুশন ব্যবহারের মাধ্যমে বছরে আনুমানিক ২০ কোটি টাকার অধিক সাশ্রয় হবে। বিশেষভাবে উল্লেখ্য, বাংলাদেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সই একমাত্র বিখ্যাত ফ্লাইট ডিসপ্যাচ সল্যুশনটি ব্যবহার করছে।


ভালো ফলের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে ঢাকা কমার্স কলজ

আপডেটেড ২৮ নভেম্বর, ২০২৩ ১৩:৪৯
দৈনিক বাংলা ডেস্ক

প্রতিবছরের ন্যায় এবারও ভালো ফলের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে কমার্স বিশেষায়িত দেশ সেরা ঢাকা কমার্স কলেজ। গত রোববার প্রকাশিত ২০২৩ সালের ফল বিশ্লেষণে দেখা যায় কলেজটির ৩ হাজার ২২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণকারীর মধ্যে ৩ হাজার ২০০ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৯৯.২৯ শতাংশ। ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান এই উভয় শাখা থেকে মোট ৩৫২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১ হাজার ৬২৮ জন অংশগ্রহণকারীর মধ্যে কৃতকার্য হয় ১ হাজার ৬১৭ জন। তন্মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে ১২৮ জন। পাসের হার ৯৯.৩২ শতাংশ। আর বিজ্ঞান শাখা থেকে ১ হাজার ৫৯৫ জন অংশগ্রহণকারীর মধ্যে কৃতকার্য হয় ১ হাজার ৫৮৩ জন। তন্মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে ২২৪ জন। পাসের হার ৯৯.২৫ শতাংশ।

ভালো ফল অর্জনের প্রতিক্রিয়ায় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ বলেন, ‘বুদ্ধিবৃত্তিক চর্চায় ভালো ফল অর্জনের ব্যাপারটিতে গুরুত্বারোপের মাধ্যমেই মূলত আমাদের ধারাবাহিক এই সাফল্য।’ বিজ্ঞপ্তি

বিষয়:

তেজগাঁও শিল্পাঞ্চলে সোনালী ব্যাংকের এটিএম বুথ চালু

আপডেটেড ২৭ নভেম্বর, ২০২৩ ১২:৩০
দৈনিক বাংলা ডেস্ক

সোনালী ব্যাংক পিএলসির তেওগাঁও শিল্পাঞ্চল শাখায় এটিএম বুথ সেবার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস ও ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলী ফিতা কেটে এই এটিএম বুথ উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. আব্দুল কুদ্দুস, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ফজলুল হকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


banner close