বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা

দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৩ ০৮:২০

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৪৮তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব আবুল বাশার উপস্থিত ছিলেন।

বিষয়:

ন্যাশনাল ব্যাংক ডিজাস্টার রিকভারি সাইট বঙ্গবন্ধু হাইটেক সিটিতে স্থানান্তর

গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটির ফেলিসিটি আইডিসিতে স্থানান্তরিত হয়েছে ন্যাশনাল ব্যাংকের ডিজাস্টার রিকভারি সাইট (ডিআরএস)। সম্প্রতি ফেলিসিটি আইডিসিতে এটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটির ফেলিসিটি আইডিসিতে স্থানান্তরিত হয়েছে ন্যাশনাল ব্যাংকের ডিজাস্টার রিকভারি সাইট (ডিআরএস)। সম্প্রতি ফেলিসিটি আইডিসিতে এটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের আইটিডিপ্রধান কাজী কামাল উদ্দিন আহমেদ, ফেলিসিটি আইডিসির হেড অব ফ্যাসিলিটি অপারেশন ফিরোজ আহমেদ, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট জোহরা খানম তারানাসহ অন্য আইটিবিষয়ক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


মেঘনা ব্যাংকের নতুন এমডি কাজী আহ্সান খলিল

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

মেঘনা ব্যাংকের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন কাজী আহ্সান খলিল। তিনি দেশের একজন সফল ব্যাংকার হিসেবে ইতোমধ্যেই সুপরিচিত। অভিজ্ঞ ব্যাংকার খলিল করপোরেট ব্যাংকিং, রিটেইল ও এসএমই ব্যাংকিং, ব্রাঞ্চ ব্যাংকিং, ট্রেড ফাইন্যান্স, প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ক্ষেত্রে তার রয়েছে তার কাজের দারুণ দক্ষতা এবং অভিজ্ঞতা। তিনি এ পর্যন্ত দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে কাজ করে বলিষ্ঠ নেতৃত্বের ছাপ রেখেছেন। খলিল ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। ৩৫ বছরের বহুমুখী কর্মজীবনে তিনি প্রাইম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, মধুমতি ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংকে কাজ করেছেন। তিনি মেঘনা ব্যাংকে যোগদানের আগে এনআরবি ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ বিজনেস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। কাজী আহ্সান খলিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন। আগামী দিনে মেঘনা ব্যাংক তার ব্যাপক অভিজ্ঞতা এবং বলিষ্ঠ নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবে। বিজ্ঞপ্তি


ধর্মমন্ত্রীকে সংবর্ধনা দিল চিনিকল আখচাষি ফেডারেশন

বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশন আয়োজিত ধর্মবিষয়কমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ মো. শাহজাহান আলী বাদশার সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু করা হয়। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশন আয়োজিত ধর্মবিষয়কমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ মো. শাহজাহান আলী বাদশার সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ধর্মবিষয়কমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মজাহারুল হক প্রধান, সাবেক এমপি, (পঞ্চগড়-১)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএসএফআইসির চেয়ারম্যান (গ্রেড-১) শেখ শোয়েবুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটিএম কামরুল ইসলাম, যুগ্ম সচিব ও পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা)। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন খন্দকার আজিম আহমেদ, পরিচালক (অর্থ), প্রকৌশলী মো. আতাউর রহমান খান, পরিচালক (উৎপাদন ও প্রকৌশল), মো. খোরশেদ আলম, সভাপতি, কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়ন (সিবিএ), প্রকৌশলী মো. মাহমুদুল হাসান, সভাপতি, কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটি। বিজ্ঞপ্তি


এইচবিএল বাংলাদেশে যোগ দিলেন নাবিল রহমান

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

নাবিল মুস্তাফিজুর রহমান সম্প্রতি হাবিব ব্যাংক লিমিটেড ( এইচবিএল) বাংলাদেশে কান্ট্রি চিফ রিস্ক অফিসার হিসেবে যোগদান করেছেন। ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক সংগঠনসহ দেশ-বিদেশের ব্যাংকে ৩১ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে নাবিল রহমানের। এইচবিএল বাংলাদেশে যোগদানের আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ঝুঁকি ব্যবস্থাপনা, ইসলামী ব্যাংকিং এবং লেনদেন ব্যাংকিংয়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন। এর আগে তিনি ব্র্যাক ব্যাংক পিএলসিতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ রিস্ক অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন। কর্মজীবনে তিনি এইএসবিসি, ক্রেডিট এগ্রিকোল ইন্দোসুয়েজ, এএনজেড গ্রিন্ডলেস ব্যাংক, এবি ব্যাংক, আইপিডিসি, ট্রান্সবাংলা গ্রুপ এবং বেক্সিমকো গ্রুপে বিভিন্ন নেতৃত্বের ভূমিকায় ছিলেন।

ব্যাংকিং পেশায় নাবিল মুস্তাফিজ একজন দক্ষ ব্যক্তিত্ত্ব, করপোরেটে ক্রেডিট এবং ব্যবসায়িক ব্যবস্থাপনা, এসএমই এবং রিটেইল ব্যাংকিংয়ে যার দক্ষতা দীর্ঘদিনের। ইসলামিক ব্যাংকিং এবং জটিল প্রকল্প অর্থায়ন ও কাঠামোগত আর্থিক চুক্তিতেও তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে নাবিল মুস্তাফিজ এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

এইচবিএল বাংলাদেশে ৪৫ বছরের অধিক সময় ধরে কাজ করছে। বিশ্বের বিভিন্ন দেশে সফলতার সাথে কাজ করার পাশাপাশি বাংলাদেশেও এইচবিএল দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করছে। ব্যাংকটির ৫১ শতাংশ শেয়ারের মালিক আগা খান ফান্ড ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (একেএফইডি)। বাকি শেয়ারগুলো রয়েছে ব্যক্তিগত, স্থানীয় এবং বিদেশি প্রতিষ্ঠান ও তহবিলে। এর মধ্যে রয়েছে ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট (বিআইআই) এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। বিজ্ঞপ্তি


আবার জীবন বীমা করপোরেশনের চেয়ারম্যান আসাদুল ইসলাম

মো. আসাদুল ইসলাম (সাবেক সিনিয়র সচিব) দ্বিতীয় বারের মতো জীবন বিমা করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে গত রোববার জীবন বীমা করপোরেশনের ম্যানেজিং ডিরেক্টর অমলকৃষ্ণ মণ্ডল (অতিরিক্ত সচিব) ও জেনারেল ম্যানেজার প্রশাসন এ কে এম হাফিজুল্লাহ্ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

মো. আসাদুল ইসলাম (সাবেক সিনিয়র সচিব) দ্বিতীয় বারের মতো জীবন বীমা করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে গত রোববার জীবন বীমা করপোরেশনের ম্যানেজিং ডিরেক্টর অমলকৃষ্ণ মণ্ডল (অতিরিক্ত সচিব) ও জেনারেল ম্যানেজার প্রশাসন এ কে এম হাফিজুল্লাহ্ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান। গত ১৭ এপ্রিল বাংলাদেশ সরকার মো. আসাদুল ইসলাম সাবেক সিনিয়র সচিবকে আবার ২ বছরের জন্য জীবন বীমা করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগদান করেন। এ পরিপ্রেক্ষিতে গত ২১ এপ্রিল তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। যোগদান শেষে অফিসে এলে জীবন বীমা করপোরেশনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিজ্ঞপ্তি


পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে আগ্রহী লাফার্জহোলসিম

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপির সঙ্গে গত রোববার সৌজন্য সাক্ষাৎ করেছেন লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরী। এ সময় কোম্পানিটির চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আসিফ ভূঁইয়া এবং হোলসিম গ্রুপের এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের হেড অব জিওসাইকেল মৌমিতা চক্রবর্তীসহ কেম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাক্ষাতের সময় বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করে লাফার্জহোলসিম। সাক্ষাতের শুরুতেই দেশের সামগ্রিক বর্জ্য পরিস্থিতি এবং এই সমস্যা সমাধানে কোম্পানির উদ্যোগ ‘জিওসাইকেল’ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন লাফার্জহোলসিমের কর্মকর্তারা। জিওসাইকেলের মাধ্যমে মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ও সার্কুলার ইকোনমি নিশ্চিত করায় কোম্পানির প্রশংসা করেন মন্ত্রী। আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় ইলেকট্রনিক বর্জ্য, যা বাংলাদেশের জন্য এখন একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। লাফার্জহোলসিমের পক্ষ থেকে এ ধরনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি মডেল তুলে ধরা হয় এবং প্রয়োজনীয় নীতিমালার ওপর গুরুত্বারোপ করা হয়। অন্যান্য দেশে কীভাবে টেকসই উপায়ে এ ধরনের বর্জ্য ব্যবস্থাপনা করা হচ্ছে সে বিষয়েও বিস্তারিত তুলে ধরা হয় কোম্পানির পক্ষ থেকে। এ ছাড়া পরিবেশবান্ধব ব্লক নির্মাণে লাফার্জহোলসিমের উদ্যোগের বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন লাফার্জহোলসিমের কর্মকর্তারা। মন্ত্রী লাফার্জহোলসিমের টেকসই বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের জন্য সাধুবাদ জানান এবং বিশ্বের বিভিন্ন দেশের সেরা বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতিগুলো প্রণয়নে কাজ করার জন্য অনুরোধ জানান।

সবশেষে মন্ত্রীর হাতে প্রথমবারের মতো প্রকাশিত কোম্পানির সাসটেইনেবিলিটি প্রতিবেদন তুলে দেন কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা।


৯ মাসে মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা 

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

দৃঢ় নেতৃত্বের মাধ্যমে বিগত বছরগুলোর প্রতিকূলতা কাটিয়ে রেকর্ড ও টেকসই প্রবৃদ্ধি অর্জন করে চলেছে পুঁজিবাজারে প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। চলতি বছর ওয়ালটন পণ্যের বিক্রয় বেড়েছে উল্লেখযোগ্য হারে। যার পরিপ্রেক্ষিতে চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে (জুলাই-২০২৩ থেকে মার্চ-২০২৪) আগের বছরের একই সময়ের তুলনায় ওয়ালটন হাই-টেকের মুনাফা বেড়েছে ৫১২.৪২ কোটি টাকা বা ২০৫ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির মুনাফা ব্যাপক বৃদ্ধিসহ আর্থিক প্রায় সব সূচকেই উন্নতি হয়েছে। ওয়ালটন হাই-টেকের চলতি হিসাব বছরের জুলাই-২০২৩ থেকে মার্চ-২০২৪ পর্যন্ত সময়ের প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গত রোববার কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৩৮তম সভায় আলোচ্য সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর আর্থিক ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২০২৪ হিসাব বছরের ৩১ মার্চ পর্যন্ত সময়ে অর্থাৎ প্রথম নয় মাসে কোম্পানিটির মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৭৬২.৩৪ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল ২৪৯.৯১ কোটি টাকা। সেই হিসাবে আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা বেড়েছে ৫১২.৪২ কোটি টাকা। শতকরা হিসাবে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২০৫ শতাংশ।

এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২০২৪) ওয়ালটনের মুনাফা হয়েছে ৪২১.৯৮ কোটি টাকা। আগের হিসাব বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল ২৩৫.৫৫ কোটি টাকা।

বিক্রয় বৃদ্ধির পাশাপাশি কস্ট অব গুডস সোল্ড উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ায় কোম্পানিটির মোট মুনাফার শতকরা হার পূর্বের তুলনায় বৃদ্ধি হয়েছে। পাশাপাশি অন্যান্য আর্থিক সূচকেও ব্যাপক উন্নতি হয়েছে ওয়ালটন হাই-টেকের। তা ছাড়া মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রার মান কমে যাওয়ার ফলে সৃষ্ট আর্থিক ক্ষতির পরিমাণ চলতি বছরের প্রথম ৯ মাসে গত বছরের একই সময়ের তুলনায় ব্যাপক হারে হ্রাস পাওয়ায় কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফার পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস), শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস)।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত সময়ে (জুলাই-২০২৩ থেকে মার্চ-২০২৪) প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ২৫.১৭ টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৮.২৫ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির এনএভিপিএস পুনর্মূল্যায়ন ব্যতীত দাঁড়িয়েছে ২৫৮.২২ টাকা এবং পুনর্মূল্যায়নসহ ৩৫৯.৬৮ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২২.৮৮ টাকা।

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানির আর্থিক ব্যয়ের পরিমাণ ও শতকরা হার আগের বছরের একই সময়ের তুলনায় অনেকাংশে হ্রাস পেয়েছে। প্রথম নয় মাসে বিক্রয়ের বিপরীতে আর্থিক ব্যয়ের শতকরা হার দাঁড়িয়েছে ৬.১৪ শতাংশ, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪.৭৯ শতাংশ।

এ ছাড়া মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রার মান কমে যাওয়ায় গত অর্থবছরের প্রথম নয় মাসে কোম্পানিটি ৩৯২.৭৩ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিল। সেই ক্ষতি চলতি বছরের আলোচ্য সময়ে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়ে মাত্র ৪১.৬০ কোটি টাকায় দাঁড়িয়েছে।

এদিকে জুলাই-২০২৩ থেকে মার্চ-২০২৪ পর্যন্ত সময়ে কোম্পানির মোট আর্থিক ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৬৩.০৭ কোটি টাকা, যা পূর্বের অর্থবছরের একই সময়ে ছিল ৬০৪.৭৯ কোটি টাকা।

এ ছাড়া শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন’২০২৪) কোম্পানির মুনাফা আরও দৃঢ় অবস্থানে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ওয়ালটন ম্যানেজমেন্ট। বিজ্ঞপ্তি


ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৫৮তম ইন্টার্নশিপ প্রোগ্রাম গতকাল সোমবার শুরু হয়েছে। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৫৮তম ইন্টার্নশিপ প্রোগ্রাম গতকাল সোমবার শুরু হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ প্রোগ্রামের উদ্বোধন করেন। আইবিটিআরএ-এর প্রিন্সিপাল মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে এম মুনিরুল আলম আল-মামুন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ মিয়া, মুহাম্মদ হাসনাইন আবিদ ও মো. মিজানুর রহমান এবং ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল করিম। বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৯৫ জন শিক্ষার্থী ৬০ দিনব্যাপী এ প্রোগ্রামে অংশ নিচ্ছেন। বিজ্ঞপ্তি

বিষয়:

এনসিঙ্গায় যোগ দিলেন প্রযুক্তিবিদ ফখরুদ্দিন আহমেদ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

প্রযুক্তি সেবাদাতা বৈশ্বিক প্রতিষ্ঠান ‘এনসিঙ্গা’ ফখরুদ্দিন আহমেদকে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিযুক্ত করেছে। তিনি দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে আইসিটি খাতে যুক্ত রয়েছেন। সিসকোর সাবেক কান্ট্রি হেড থাকাকালে ফখরুদ্দিন বাংলাদেশে সিসকোর প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ ও মধ্যপ্রাচ্যে ‘এনসিঙ্গা’-এর বিস্তারে তিনি সচেষ্ট থাকবেন ও ‘এনসিঙ্গা’-এর প্রবৃদ্ধি বাড়াতে নেতৃত্ব দেবেন।

এনসিঙ্গা বাংলাদেশের বাজারে ভবিষ্যৎবান্ধব বিভিন্ন প্রযুক্তি সমাধান দিয়ে থাকে। এ অঞ্চলে কাজ করার অভিজ্ঞতার পাশাপাশি শীর্ষ প্রযুক্তি সেবাদাতাদের সঙ্গে প্রতিষ্ঠানটির নেটওয়ার্কের অংশীদারিত্বও রয়েছে। এই খাতে প্রযুক্তি সেবাদাতারা তাদের ইন্ডাস্ট্রি থেকে প্রাপ্ত জ্ঞান এবং ‘লিন টেকনোলজি আর্কিটেকচার’ পদ্ধতির উপায়গুলো স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ভাগাভাগি করে থাকেন। ডেটা অ্যান্ড আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই), মাল্টি-ক্লাউড, ইন্টেলিজেন্ট নেটওয়ার্কিং, অ্যাপ্লিকেশন অ্যান্ড অটোমেশন সার্ভিস, সাইবার সিকিউরিটি, ব্লকচেইন, দ্য মেটাভার্স এবং সাসটেইনাবিলিটি- প্রভৃতির মতো ডিজিটাল ট্রান্সফরমেশনের বিভিন্ন সেবা ‘এনসিঙ্গা’ প্রদান করে থাকে।

এনসিঙ্গা আর্থিক খাতকে ডিজিটালাইজড করতে বিভিন্ন ফিনটেক সেবা দিচ্ছে। ভেঞ্চার ক্যাপিটাল আর্ম, এনভেঞ্চার বিটুবি স্টার্টআপের সিড ফান্ডিংয়ে এর গুরুত্ব দেওয়ার কারণে বাংলাদেশে স্টার্টআপের সম্ভাবনা আরও বিকশিত হওয়ার সুযোগ রয়েছে।

ফখরুদ্দিন আহমেদ বলেন, এনসিঙ্গা বিভিন্ন প্রযুক্তি সলিউশন প্রদানের মাধ্যমে ব্যবসাগুলো ও সমাজের ক্ষমতায়নে বিশ্বাসী। বিশ্ব অর্থনীতির এই গুরুত্বপূর্ণ সময়ে অধিকাংশ ব্যবসাই প্রযুক্তিকে ব্যবহার করে নিজেদের প্রবৃদ্ধি ঘটাচ্ছে। আমি আনন্দিত যে- এনসিঙ্গা তার সর্বাধুনিক প্রযুক্তিসেবা নিয়েই বাংলাদেশের বাজারে কাজ করছে। সিসকো, গুগল, তেমেনস অ্যান্ড ফিনেস্ট্রার মতো শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে এনসিঙ্গার অংশীদারিত্ব স্থানীয় উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা এনে দেবে। আমি এই ব্যবসায়িক বিস্তৃতির অংশ হতে পেরে অত্যন্ত আনন্দিত!

এনসিঙ্গার চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা ইমাল কালুতোতাগে বলেন, বিশ্বব্যাপী আমাদের ব্যবসার পরিধি বাড়ছে। এনসিঙ্গাতে ফখরুদ্দিনের মতো অভিজ্ঞ নেতৃত্ব পেয়ে আমরা আনন্দিত। এনসিঙ্গা বাংলাদেশে ব্যবসায়িক প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশের ডিজিটাল অর্থনীতির সম্প্রসারণে আমরা স্থানীয় মেধাবীদের পাশে থাকতে চাই।

এনসিঙ্গাতে ফখরুদ্দিন আহমেদের নিয়োগ এবং প্রতিষ্ঠানটির বিস্তৃতি বাংলাদেশ সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত, এটির লক্ষ্য অভিনব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতির ডিজিটাল রূপান্তর। এই উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ প্রযুক্তিগত অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে, যার পরবর্তী ধাপ স্মার্ট সার্ভিসের মাধ্যমে কার্যকারিতা বৃদ্ধি করা।

বিষয়:

আইপিডিসির নতুন এমডি রিজওয়ান দাউদ সামস

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্সের নতুন ম্যানেজিং ডিরেক্টর (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন রিজওয়ান দাউদ সামস। গত বুধবার আইপিডিসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আইপিডিসির পক্ষ থেকে বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতে দীর্ঘ ২০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন রিজওয়ান দাউদ সামস কোম্পানির এমডি হিসেবে পূর্ণ দায়িত্ব গ্রহণ করছেন। এর আগে চলতি বছরের জানুয়ারি থেকে তিনি ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করে আসছিলেন। ২০০৭ সালের নভেম্বর মাসে আইপিডিসিতে যোগদান করার পর থেকে সামস বিভিন্ন সময়ে নতুন নতুন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ২০২১ সালের এপ্রিলে আইপিডিসির এ যাবৎকালের প্রথম অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হন। আইপিডিসি ২০১৫ সাল থেকে যে সার্বিক পরিবর্তন ও উন্নয়ন প্রক্রিয়ায় যাত্রা শুরু করে, তাতে রিজওয়ান দাউদ সামস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আইপিডিসিকে ইন্ডাস্ট্রির অন্যতম দ্রুত প্রবৃদ্ধিশীল কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করতে সামসের অবদান অনস্বীকার্য। সিএমএসএমই ফাইন্যান্সিং, রিটেইলার ফাইন্যান্সিং এবং সাপ্লাই চেইন ফাইন্যান্সিংয়ের জন্য ভ্যালু চেইন ফাইন্যান্সিংয়ে তার নেওয়া বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ আইপিডিসিকে এনে দেয় দেশ-বিদেশের নানা স্বীকৃতি। এ ছাড়া কোভিড-১৯ মহামারির সময় সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের পাশে থাকতে তার প্রচেষ্টা কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

বিশেষভাবে ইন্ডাস্ট্রির বিবেচনায় আইপিডিসির খেলাপি ঋণের মাত্রা ঈর্ষণীয় অবস্থানে রাখতে সামস অসাধারণ ভূমিকা পালন করেন। আইপিডিসির ট্রেজারি ডিপার্টমেন্টকে পুনর্গঠন করে তিনি কোম্পানির লিক্যুইডিটির ভালো অবস্থান সুনিশ্চিত করেন। আইপিডিসিতে যোগদানের আগে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, হাবিব ব্যাংক ও জিএসপি ফাইন্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজ করেন। রিজওয়ান দাউদ সামস অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন এবং এর আগে ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন। তিনি জার্মানি, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া এবং ভারতে বিভিন্ন বিজনেস ট্রেনিং ও সেমিনারে অংশগ্রহণ করেন। নতুন এই দায়িত্বপ্রাপ্তি বিষয়ে রিজওয়ান সামস বলেন, আইপিডিসি ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর ঘোষিত হওয়া আমার জন্য একই সঙ্গে আনন্দের ও গর্বের একটি বিষয়। ইন্ডাস্ট্রির সবচেয়ে স্বল্প খেলাপি ঋণহারযুক্ত প্রতিষ্ঠানগুলোর একটি হওয়া সত্ত্বেও, এই মুহূর্তে আমাদের কাছে অগ্রাধিকার পাবে করপোরেট গভর্ন্যান্সের মানকে সর্বাধিক গুরুত্বারোপ করে এবং স্টেকহোল্ডার ও নিয়ন্ত্রক গোষ্ঠীর সঙ্গে ফলপ্রসূ সমন্বয়ের ভিত্তিতে প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করে তোলা। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশের আর্থিক খাতের জন্য উদ্ভাবন, প্রবৃদ্ধি ও সার্বিক উন্নয়নে সমৃদ্ধ এক নতুন আগামীতে প্রবেশ করব এবং আমাদের এগিয়ে চলার ভিত্তিতে বরাবরের মতো বিশেষ প্রাধান্য পাবে টেকসই উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, তরুণদের উৎসাহ প্রদান এবং সুবিধাবঞ্চিতদের পাশে থাকা। আইপিডিসির সব স্ট্র্যাটেজিক লক্ষ্য পূরণে সম্মিলিতভাবে এগিয়ে চলার সঙ্গে সঙ্গে আমরা আমাদের সম্মানিত গ্রাহকদের জন্য আন্তরিক সেবা সুনিশ্চিত করতে কাজ করে যাব সততা ও নিষ্ঠার সঙ্গে। বিজ্ঞপ্তি

বিষয়:

বরিশালের বাবুগঞ্জে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন

সমৃদ্ধির পথধরে বরিশালের বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুরে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার প্রধান অতিথি হিসেবে আগরপুর উপশাখার উদ্বোধন করেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপু। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

সমৃদ্ধির পথধরে বরিশালের বাবুগঞ্জের জাহানঙ্গীরনগর ইউনিয়নের আগরপুরে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার প্রধান অতিথি হিসেবে আগরপুর উপশাখার উদ্বোধন করেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপু। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মোহা. হুমায়ুন কবির, বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. খালেদ হোসেন স্বপন, বীরশ্রেষ্ঠ জাহানঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু, আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবাদুল হক শাহীন, আগরপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল আলম কিসলু, এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের প্রধান একেএম রবিউল ইসলাম, বরিশাল শাখার ব্যবস্থাপক মো. আব্দুল হালিম, বরিশাল এরিয়ার ইনচার্জ সৈয়দ জাহিদুর রহমান, আগরপুর উপশাখার ইনচার্জ আসাদুজ্জামান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি

প্রধান অতিথি গোলাম কিবরিয়া টিপু বলেন, এই অঞ্চলের অর্থনীতির উন্নয়ন ও কর্মসংস্থানে ইতোমধ্যে এনআরবিসি ব্যাংক তার সক্ষমতার প্রমাণ রেখেছে। নতুন প্রজন্মের ব্যাংকটি স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখছে। ব্যাংকটি প্রত্যন্ত অঞ্চলে শাখা স্থাপন করে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া বলেন, অধিক সংখ্যক মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে এনআরবিসি ব্যাংক কাজ করছে। এ জন্য ক্ষুদ্রঋণ চালু করেছে। যেখান থেকে ৮৮ হাজার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে প্রায় তিন হাজার কোটি টাকা বিতরণ করেছে। এলক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে চুক্তি করা হয়েছে। এ ছাড়া ব্যাংকের নেটওয়ার্ক সম্প্রসারণে প্রতিনিয়ত কাজ করছে এনআরবিসি ব্যাংক।

অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। উল্লেখ্য, ২০১৩ সালের ২ এপ্রিল ৫৩ জন প্রবাসী উদ্যোক্তাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয় এনআরবিসি ব্যাংক। ২০২৩ সাল শেষে শাখা-উপশাখার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৮০০টি । এছাড়া, বিভিন্ন সেবা ফি আদায় কেন্দ্র, বিআরটিএ ফি ও ভূমি অফিসে রেজিস্ট্রেশন ফি আদায় কেন্দ্র এবং এজেন্ট ব্যাংকি সেবাকেন্দ্র রয়েছে। সব মিলিয়ে সারা দেশের ১৬শর অধিক জায়গায় ব্যাংকটি সেবা দিয়ে যাচ্ছে। বিজ্ঞপ্তি

বিষয়:

অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদকে সংবর্ধনা

বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ গ্রামীণ ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে পুনঃনিয়োগ পেয়েছেন। এ উপলক্ষে গতকাল রোববার রাজধানীর মিরপুরের গ্রামীণ ব্যাংকপ্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত                        
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ গ্রামীণ ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে পুনঃনিয়োগ পেয়েছেন। এ উপলক্ষে গতকাল রোববার রাজধানীর মিরপুরের গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান কার্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ।

সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দপ্তর, দুই সচিবালয়, গ্রামীণ ব্যাংক মেডিক্যাল সেন্টার এবং গ্রামীণ ব্যাংকের তৃণমূল পর্যায়ের পক্ষ্য থেকে চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ- কে ফুলের শুভেচ্ছা জানান ব্যবস্থাপনা পরিচালক জনাব নূর মোহাম্মদ। এরপর ফুলের শুভেচ্ছা জানান গ্রামীণ ব্যাংকের সকল বিভাগ প্রধান ও সহকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ বলেন, ‘গ্রামীণ ব্যাংকের আধুনিকায়ন, প্রান্তিক পর্যায়ের ঋণগ্রহীতা সদস্যদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে আর্থিক উন্নয়ন, কর্মীদের জীবন-মান ও কর্মদক্ষতা বৃদ্ধির জন্য সময়পোযোগী বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।’ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ বলেন, ‘সহকর্মীদের পদোন্নতি ও আর্থিক সুবিধা প্রদান, পরিবেশ রক্ষায় দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি, গণমাধ্যমে গ্রামীণ ব্যাংকের অগ্রগতি ও সাফল্য তুলে ধরাসহ বিভিন্ন ক্ষেত্রে রয়েছে চেয়ারম্যান মহোদয়ের দৃঢ় নেতৃত্ব ও বলিষ্ঠ পদক্ষেপ।’ গত ৯ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে ড. এ কে এম সাইফুল মজিদকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগের খবর জানানো হয়। বিজ্ঞপ্তি

বিষয়:

মোবাইলের অডিওকে উন্নত করতে ইনফিনিক্স ও জেবিএলের মধ্যে পার্টনারশিপ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বিশ্বখ্যাত অডিও ব্র্যান্ড জেবিএলের সঙ্গে আবারও একসঙ্গে কাজ শুরু করেছে ট্রেন্ডি প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। পার্টনারশিপটি দুই প্রতিষ্ঠানের জন্যই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ফলে সাউন্ড বাই জেবিএলের মাধ্যমে ইনফিনিক্স নোট ৪০ সিরিজের ফোনগুলোতে উন্নত অডিও অভিজ্ঞতা পাবেন গ্রাহকরা। এই পার্টনারশিপের পর আরও উন্নত মানের সাউন্ডের জন্য স্পিকার ও হেডফোন আউটপুটকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। ইনফিনিক্স নোট ৩০ সিরিজে এই পার্টনারশিপ তুমুল সাফল্য পেয়েছিল। তার পথ ধরেই, নতুন এই পার্টনারশিপ স্মার্টফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। জেবিএলের অ্যাকুস্টিক ডিজাইন, উন্নত অডিও প্রসেসিং অ্যালগরিদম এবং আধুনিক ড্রাইভার প্রযুক্তি সেরা মানের হার্ডওয়্যার নিশ্চিত করে। এতে ইনফিনিক্স ডিভাইসে পাওয়া যাবে নির্ভরযোগ্য সাউন্ড সিস্টেম।

এই পার্টনারশিপের একটি উল্লেখযোগ্য দিক হলো- নোট ৪০ সিরিজের ফোনে ডুয়েল জেবিএল স্পিকারের অন্তর্ভুক্তি। চমৎকার, থ্রিডি সাউন্ডের অভিজ্ঞতা দিতে এই ডুয়েল স্পিকার ডিজাইন করা হয়েছে। এতে আরও আছে ডিপ বেইজ ইফেক্টসহ ৫৮% উন্নত বেইজ পারফরম্যান্স। নোট ৪০ সিরিজের ফাইভ-ম্যাগনেট সাউন্ড ইউনিট নির্ভরযোগ্য সাউন্ডের ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে। এটি মিউজিক, ভিডিও ও গেমিংয়ে গ্রাহকদের জন্য সেরা অভিজ্ঞতা নিশ্চিত করবে। তাছাড়া ইনফিনিক্সের নিজের তৈরি এআই অ্যালগরিদমযুক্ত ডাবল মাইক্রোফোন সিস্টেম কোলাহলপূর্ণ পরিবেশেও পরিষ্কার ভয়েস ক্যাপচার নিশ্চিত করে। ফিচারটি গেমারদের জন্য বিশেষভাবে উপকারী। ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকলেও গেমিংয়ের সময় তারা টিমের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন নির্বিঘ্নে।

গত মার্চ থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে ইনফিনিক্স নোট ৪০ সিরিজের নোট ৪০ ও নোট ৪০ প্রো স্মার্টফোন দুটি। নোট ৪০ প্রো ফোনের ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ধারণক্ষমতার সংস্করণটির মূল্য ৩০,৯৯৯ টাকা এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ধারণক্ষমতার সংস্করণটির মূল্য ৩৪,৯৯৯ টাকা। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ধারণক্ষমতার নোট ৪০ ফোনটির মূল্য ২৬,৯৯৯ টাকা। বিজ্ঞপ্তি

বিষয়:

banner close