বাংলাদেশ ব্যাংকের ‘গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড’-এর আওতায় রপ্তানি ও উৎপাদনমুখী শিল্প খাতে বিনিয়োগ সুবিধা প্রদানের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের মধ্যে এক অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এমডি মোসলেহ উদ্দীন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
ভোলার মনপুরা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বিকল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একটি ট্রলারে থাকা ২১ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী।
কোস্টগার্ডের জাহাজ সবুজ বাংলার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ্-আল-মামুনের নেতৃত্বে অভিযানে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে তাদের উদ্ধার করা হয়।
গতকাল বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, উদ্ধার হওয়া জেলেরা সবাই ভোলার মনপুরা থানার বাসিন্দা। উদ্ধারের পর তাদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়েছে। বিজ্ঞপ্তি
চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে ‘দ্য ইকোনমিক্স অব চাইল্ড আন্ডার-নিউট্রিশন ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের পৃষ্ঠপোষকতায় ‘ইডিউ ইকোন এক্যুমেন সোসাইটি’ আয়োজিত সেমিনারে প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব জর্জিয়ার অধ্যাপক ড. এম মাহমুদ খান। প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান।
আরও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক শামস-উদ দোহা, রেজিস্ট্রার, মানবসম্পদ বিভাগের পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। বিজ্ঞপ্তি
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদ্যাপন করেছে সোনারগাঁও ইউনিভার্সিটি। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গ্রিন রোড ক্যাম্পাসে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন নজরুল বিশেষজ্ঞ ও বাঁশরির সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান।
উপ-উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল বাশার, বিশেষ অতিথি ছিলেন সাবেক ট্রেজারার ও ব্যবসায় প্রশাসনের অধ্যাপক মো. আল-আমিন মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক তাসলিমা বেগম। বিজ্ঞপ্তি
আগামী ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়’। অনুষ্ঠানে মূল বক্তা থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।
গত সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং ইরাকের শিল্প ও খনিজ সম্পদমন্ত্রী খালিদ বটল নাজিমের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বৈঠকে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ইরাকের পরিকল্পনা উপমন্ত্রী আহমেদ আব্দুল জব্বার আলী আল করিম, বাংলাদেশে ইরাক দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও শিল্পসচিব জাকিয়া সুলতানাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে ইরাকে বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বৈধকরণ ও বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেয়ার বিষয়ে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের উদ্যোগে ‘এমপাওয়ারিং ফিউচার: ইয়ুথ অ্যাজ দ্য আর্কিটেক্ট অব স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনার গতকাল বুধবার টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। স্বাগত বক্তব্য দেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. তানিয়া হক। বিজ্ঞপ্তি
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর মতো গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সেবাকে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এবং বিকাশ।
বিএমপির সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএমপির পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকাশের এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিভিশনের উপদেষ্টা নাজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুন, বিকাশের ইভিপি এ কে এম মনিরুল করিম প্রমুখ।
জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য অগ্রণী ব্যাংকের আট কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে।
গতকাল বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ের ৫ম তলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মকর্তাদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন ব্যবস্থাপনা পরিচালক মুরশেদুল কবীর।
এ সময় উপব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম, শ্যামল কৃষ্ণ সাহা ও রেজিনা পারভীনসহ ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শাহ্জালাল ইসলামী ব্যাংক ও জাপানভিত্তিক রেমিট্যান্স কোম্পানি জাপান রেমিট ফাইন্যান্স কোং লি. (জেআরএফ)-এর মধ্যে সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে রেমিট্যান্স বিষয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়।
শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ এবং জেআরএফের প্রেসিডেন্ট সারওয়ার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম আখতার হোসেন, ট্রেজারি প্রধান জাহাঙ্গীর জাবেদ এবং ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান আব্দুল মজিদসহ উভয় প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের শাহজালাল এভিনিউ উপশাখা গতকাল বুধবার রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের ১ নং ওয়ার্ডে রোড নং ১৩/সি-এর ২ নং ভবনের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জাহিদ হোসেন, উপশাখার ল্যান্ড লর্ড এ কে এম এনায়েত কবির, শাখা প্রধান মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ।
স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৭৭তম সভা গত ৩০ মে ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ।
সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান কাজী খুররম আহমেদ, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ফেরদৌস আলী খান, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, মনজুর আলম, এস এ এম হোসাইন, মোহাম্মদ আবদুল আজিজ, মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, জাহেদুল হক, এ কে এম আবদুল আলীম, আবুল হোসেন এবং স্বতন্ত্র পরিচালক নজমুল হক চৌধুরী ও গোলাম হাফিজ আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান অংশ নেন।
বসুন্ধরা এলপি গ্যাসের আয়োজনে বিশ্বের ৩০টি দেশের এলপিজি অপারেটরদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘এলপিজি নাইট’।
গত মঙ্গলবার রাতে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) এ নাইট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ, ভারতসহ বিশ্বের ৩০টি দেশের এলপিজি অপারেটরদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয় বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষ থেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড এলপিজি অ্যাসোসিয়েশনের সিইও জেমস রোক্যাল, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) সভাপতি আজম জে চৌধুরী, জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ইজাজ হোসেন, বসুন্ধরা এলপি গ্যাসের সিওও (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং, সেক্টর-এ) এম এম জসিম উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ব্র্যাক ব্যাংকের শেয়ারহোল্ডাররা ২০২২ সালের জন্য ১৫% লভ্যাংশ অনুমোদন করেছেন। এর মধ্যে আছে ৭.৫০% নগদ ও ৭.৫০% স্টক লভ্যাংশ।
গতকাল বুধবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত ২৪তম বার্ষিক সাধারণ সভায় এই অনুমোদন দেয়া হয়। ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালকবৃন্দ- আসিফ সালেহ, ফাহিমা চৌধুরী, ফারজানা আহমেদ, ড. জাহিদ হোসেন, শামেরান আবেদ, ড. মোস্তাফা কে. মুজেরী, ফারুক মঈনউদ্দীন আহমেদ এবং সালেক আহমেদ আবুল মাসরুর। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।